ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কন্টার প্রথম...

প্রকাশিত: ০৬:১৪, ১৯ জুন ২০১৭

কন্টার প্রথম...

স্পোর্টস রিপোর্টার ॥ নটিংহ্যাম টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন জোহানা কন্টা। ঘরের মাঠের এই টুর্নামেন্টে প্রথমবারের মতো ফাইনালের টিকেট কাটলেন গ্রেট ব্রিটেনের এই টেনিস তারকা। শনিবার সেমিফাইনালে তিনি ৬-২ এবং ৭-৫ সেটে খুব সহজেই পরাজিত করেন মাগদালেনা রিবারিকোভাকে। ডব্লিউটিএ ট্যুর ফাইনালে ঘরের মাঠের এই টুর্নামেন্টে এবারই প্রথমবার ফাইনালে উঠলেন জোহানা কন্টা। শুধু তাই নয় ঘাসের কোর্টেও এটা তার প্রথম ফাইনাল। ২৬ বছর বয়সী কন্টা সেøাভাকিয়ার মাগদালেনা রিবারিকোভাকে এদিন শেষ চারের লড়াইয়ে মোটেই পাত্তা দেননি। একপেশে খেলেই ম্যাচটা জেতেন তিনি। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৮ নাম্বারে থাকা জোহানা কন্টা নটিংহ্যাম টুর্নামেন্টের ফাইনালে খেলবেন ক্রোয়েশিয়ার ডোনা ভেকিসের বিপক্ষে। ডোনা ভেকিস অবশ্য খুব কঠিন লড়াইয়ের পর ফাইনালের টিকেট কাটেন। সাবেক ফ্রেঞ্চ ওপেনের ফাইনালিস্ট লুসি সাফারোভাকে হারিয়ে ফাইনালে ওঠেন তিনি। শেষ চারে ভেকিচ এদিন ৭-৬ (৭/৫), ৩-৬ এবং ৭-৬ (৭/৪) সেটে পরাজিত করেন সাফারোভাকে। সময় নেন দুই ঘণ্টা ৫০ মিনিট। সদ্য সমাপ্ত উইম্বলডনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন কন্টা। তার সামনে এবার সেই আক্ষেপ ঘুচানোর সুযোগ।
×