ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফ্রেঞ্চ কাপের চ্যাম্পিয়ন পিএসজি

প্রকাশিত: ০৬:৫০, ২৯ মে ২০১৭

ফ্রেঞ্চ কাপের চ্যাম্পিয়ন পিএসজি

স্পোর্টস রিপোর্টার ॥ ফরাসী ফুটবলে গত কয়েক মৌসুম ধরেই রাজত্ব করছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সর্বশেষ চার মৌসুমেই ফ্রেঞ্চ লীগ ওয়ানের চ্যাম্পিয়ন হয়েছে তারা। কিন্তু এবার লীগে তাদের দাপট থামিয়ে দিয়েছে মোনাকো। পিএসজিকে টপকে প্রায় ১৭ বছর পর আবারও লীগ শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভাসে মোনাকো। তবে সেই ধাক্কা সামলিয়ে শিরোপা জিতেই মৌসুম শেষ করেছে উনাই এমেরির শিষ্যরা। শনিবার ফ্রেঞ্চ কাপের ফাইনালে এ্যাঞ্জার্সের বিপক্ষে ম্যাচে যে আত্মঘাতী গোলে নাটকীয়ভাবে জয় পায় তারা। ম্যাচের অতিরিক্ত সময়ের ৯১ মিনিটে এ্যাঞ্জার্সের ইসা সিসোখোর করা একমাত্র আত্মঘাতী গোলেই ফ্রেঞ্চ কাপের চ্যাম্পিয়ন হয় পিএসজি। ১৯৫৭ সালের পর এবারই প্রথমবারের মতো ফ্রেঞ্চ ফাইনালের টিকেট কাটে এ্যাঞ্জার্স। শিরোপা জয়ের লড়াইয়ে এদিন পিএসজির মুখোমুখি হয় তারা। যদিওবা পিএসজিই ফেবারিট হিসেবে খেলতে নামে। তবে ছেড়ে কথা বলেনি স্বাগতিক এ্যাঞ্জার্সও। দারুণ ফুটবল খেলে ম্যাচের শুরু থেকেই পিএসজিকে দারুণভাবে রুখে দেয় তারা। যে কারণে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। দ্বিতীয়ার্ধেও চলে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু গোলের দেখা পায়নি কোন দলই। তবে ম্যাচের অতিরিক্ত সময়ের ৯১ মিনিটে নিজেদের জালেই বল ঢুকিয়ে দেন এ্যাঞ্জার্সের ইসা সিসোখো। আর এই গোলেই কপাল পুড়ে স্বাগতিকদের। অন্যদিকে নাটকীয় জয় নিয়েই ম্যাচটা শেষ করে পিএসজি। এর আগে গত এপ্রিলে ফ্রেঞ্চ লীগ কাপের শিরোপা জেতে পিএসজি। সেই ফাইনালে অবশ্য তারা ৪-১ গোলে মোনাকোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। শনিবার এ্যাঞ্জার্সকে হারিয়ে ফ্রেঞ্চ কাপে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় পিএসজি। সেইসঙ্গে টুর্নামেন্টের রেকর্ড সর্বোচ্চ ১১ বার শিরোপা জয়ের স্বাদ পায় তারা। এর আগে ১০ বার শিরোপা জিতে মার্সেইর সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছিল প্যারিস সেন্ট জার্মেই। শুধু তাই নয়, ফ্রেঞ্চ লীগ ওয়ানের শিরোপা হারালেও ফ্রেঞ্চ লীগ ও কাপে চ্যাম্পিয়ন হয়ে ডাবল জয়ের তৃপ্তি নিয়েই মাঠ ছাড়ে উনাই এমেরির শিষ্যরা। ফাইনাল জিতে আরও একটি রেকর্ড গড়ে তারা। ১৯৯৩ সালের পর এই প্রথম কোন গোল না হজম করেই ফ্রেঞ্চ কাপে টানা দুইবার শিরোপা জয়ের স্বাদ পায় পিএসজি। প্রায় দুইযুগ আগের রেকর্ডটিও ছিল এই পিএসজির দখলেই। এদিকে ফ্রেঞ্চ লীগ ওয়ানের শিরোপা হাতছাড়া করার পর থেকেই চাকরি হারানোর সংশয়ে ছিলেন পিএসজির কোচ উনাই এমেরি। তবে ফ্রেঞ্চ কাপ জয়ের পরই স্বস্তিতে এমেরি। কেননা ক্লাবের চেয়ারম্যান এবং সিইও আল খেলাফি নিজের মুখেই ঘোষণা দিয়েছেন যে, আগামী মৌসুমেও পিএসজির কোচ হয়ে থাকছেন এমেরি। এ বিষয়ে এক সাক্ষাতকারে আল খেলাফি বলেন, ‘আমি সবসময়ই বলেছি যে, সেই কোচের দায়িত্বে থাকবে। এটা ২০০ ভাগ নিশ্চিত যে সে তার জায়গাতেই থাকবে।’ ক্লাবের চেয়ারম্যান এ সময় আরও বলেন, ‘তার পারফর্মেন্সে আমরা সন্তুষ্ট। এখানে থাকতে পেরে সে নিজেও খুব খুশি। তাই আগামী মৌসুমেও একত্রে কাজ করতে চাই আমরা। তবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা কিছু পরিবর্তন আনতে চাই। যদিওবা সেগুলো বলার সময় এখনও আসেনি। আমরা এখন শিরোপা উৎসব করতে চাই। বেশ কঠিন একটি মৌসুম শেষ করেছি আমরা। তবে যোগ্য দল হিসেবেই ফ্রেঞ্চ কাপের চ্যাম্পিয়ন হয়েছি আমরা।’
×