ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:২২, ১৬ মে ২০১৭

টুকরো খবর

ইমাম সম্মেলনে জঙ্গীবাদ নির্মূলে এককাট্টা স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ দেশে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে পুলিশ রোল মডেল হিসেবে কাজ করছে। জঙ্গীদের কোন ধর্ম নেই, জাত নেই। তারা দেশ ও ধর্মের শত্রু। যেভাবেই হোক সন্ত্রাস ও জঙ্গীবাদের মূলোৎপাটন করতে হবে। সোমবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ডক্টর একেএম ইকবাল হোসাইন কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ সব ধরনের অপরাধ নির্মূলে কাজ করে যাচ্ছে। সমাজের সবশ্রেণীর মানুষ আলেমদের মূল্যায়ন করে। আপনারা সমাজের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন লোক। আপনাদের কথা মানুষ বিশ্বাস ও মূল্যায়ন করে। ইসলামের নামে যারা জঙ্গীবাদ করছে, তাদের ব্যাপারে জুমার খুৎবায় বয়ান দিন। আমরা ধর্মপ্রাণ মুসলমান। গুটি কয়েক ব্যক্তির কারণে আমাদের বদনাম হচ্ছে। জঙ্গীবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিন। ধর্মের অপব্যাখাকারীদের ব্যাপারে মানুষকে সতর্ক করুন। আল্লাহ ও রাসুলের সন্তুষ্টির জন্য কাজ করুন। সম্মেলনে ইমামগণ জঙ্গীবাদ নির্মূলে এককাট্টা হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। কক্সবাজার ফাউন্ডেশনের উপ-পরিচালক খাজা আহমদ মিয়াজীর সভাপতিত্বে ইমাম সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বায়তুল মোর্কারম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা এহছানুল হক জিলানী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওসমান গণি, কক্সবাজার সদর প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ নন্দন কুমার চন্দ, জেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপত্বি মাওলানা সিরাজুল ইসলাম ছিদ্দিকী, কক্সবাজার তৈয়বিয়া তাহেরিয়ার অধ্যক্ষ মাওলানা শাহাদাত হোছাইন, কক্সবাজার ইমাম মোয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সভাপতি মাওলানা সালাহ উদ্দিন মোহাম্মদ তারেক। ব্রি কর্মকর্তা কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) কর্মকর্তা কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সোমবার ব্রি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি ও উপপরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) কৃষিবিদ এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রি’র মহাপরিচালক ড. ভাগ্য রানী বণিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি’র পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. শাহজাহান কবীর এবং ব্রি’র পরিচালক (গবেষণা) ড. আনছার আলী। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান বিদায়ী কমিটির সভাপতি মু. মুনিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুল আজিজ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক রাশেল রানা। ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ঢাকাসহ দেশজুড়ে ধর্ষণের প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে ময়মনসিংহে। সোমবার বিকেলে শহরের শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ, ময়মনসিংহ জেলা শাখা, বাংলাদেশ মানবাধিকার কমিশন, ময়মনসিংহ, সাহিত্য সংসদ, নারী নির্যাতন প্রতিরোধ কমিটি-ময়মনসিংহসহ বেশ কয়েকটি সংগঠন। বিকেল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত এক ঘণ্টার এই কর্মসূচীতে মহিলা পরিষদ ও মানবাধিকার কমিশনের নেতা কর্মীসহ স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষ যোগ দেয়। সমাবেশে ফেরদৌস আরা মাহমুদা হেলেনার সভাপতিত্বে বক্তব্য রাখেন এ্যাডভোকেট আনিসুর রহমান, অধ্যাপক ইউসুফ খান পাঠান, এ্যাডভোকেট বাধন কুমার গোস্বামী, এ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, এ্যাডভোকেট নজরুল ইসলাম চন্নু, মনিরা বেগম ও বাবুল হোসেন। পূর্বশত্রুতার জেরে মারপিট, ভাংচুর নিজস্ব সংবাদদাতা, নড়াইল ১৫ মে ॥ লোহাগড়ায় পূর্ব শত্রুতার জের ধরে দুজনকে মারপিট ও একটি বাড়ি ভাংচুর করেছে প্রতিপক্ষ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জয়পুর ইউনিয়নের চরআড়িয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, চরআড়িয়ারা গ্রামের হোসেন মোল্যা, ইমরান মোল্যা, আরিফ শেখ, রিদয় শেখ, আলআমিন, তৈয়েব শরীফের নেতৃত্বে লোকজন একই গ্রামের জসিম শেখ ও নার্গিসকে (৪০) মারপিট করে এবং একটি বাড়ি ভাংচুর করে। তাদের উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেছে। মাগুরায় বোমা সদৃশ বস্তু উদ্ধার নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৫ মে ॥ সোমবার ভোরে সৈয়দ আতর আলী সড়কের জমজম মার্কেটের সামনে কাগজের কার্টনের লাল স্কচটেপে মোড়ানো বোমাসদৃশ পাঁচটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। পুলিশ এগুলো থানায় বালতির পানিতে ভিজিয়ে রেখেছে। বলছে কেউ ভয় দেখানোর জন্য রেখে গেছে। ডিএমডি আক্রান্ত ২ ভাইকে দেখতে গেলেন ডাক্তার নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৫ মে ॥ মরণব্যাধি ডিএমডি (ডুচেন্স মাসকুলার ডিসট্রোফি) রোগে আক্রান্ত আমতলীর দু’সহোদর নাঈম মুসুল্লী ও সাইদুল মুসুল্লীকে বাড়িতে দেখতে গেলেন আমতলী উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ আবদুল মতিন। সোমবার সকালে তিনি (চিকিৎসক) হলদিয়ার উত্তর রাওঘা গ্রামের বাড়িতে গিয়ে দু’ভাইকে দেখে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পরামর্শ দেন। গত ৩০ এপ্রিল দৈনিক জনকণ্ঠ পত্রিকায় ‘মরণব্যাধি ডিএমডি রোগে আক্রান্ত দু’ভাই’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন দৃষ্টিতে পড়ে বরগুনা জেলা প্রশাসক ড. বশিরুল আলম ও উপজেলা স্বাস্থ্য প্রশাসকের।
×