ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওগাঁয়ে ১৩৫ মাদক বিক্রেতা স্বাভাবিক জীবনে ফিরলেন

প্রকাশিত: ২৩:৪৬, ৩০ এপ্রিল ২০১৭

নওগাঁয়ে ১৩৫ মাদক বিক্রেতা স্বাভাবিক জীবনে ফিরলেন

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ শনিবার সন্ধ্যায় নওগাঁ জেলার পত্মীতলা থানা কম্পাউন্ডে “জঙ্গীবাদ ও মাদক বিরোধী সভা” অনুষ্ঠিত হয়েছে। পত্মীতলা থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম। সভায় পুলিশ সুপারের কাছে এলাকার ১৩৫ জন নারী-পুরুষ মাদক সেবী ও মাদক ব্যবসায়ী মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য শপথ নিয়ে স্বেচ্ছায় আত্মীসমর্পণ করে। এদের মধ্যে ৯৪ জন পুরষ ও ৪১ জন নারী। এ সময় পুলিশ সুপার, তার বক্তব্যের শুরুতেই বলেন, আজ যারা মাদক বিক্রয় ও মাদক সেবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য এখানে উপস্থিত হয়েছেন, তাদের জন্য ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। একই ভাবে সন্ত্রাসীর কোন দল, জাত বা র্ধম নাই। সন্ত্রাসী যেই হোক না কেন তাদেরকে প্রতিহত করা হবে। জঙ্গীবাদী, অপশক্তি সমাজে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। দলমত নির্বিশেষে সকলকে এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) মোঃ সামিউল আলম, পত্মীতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইসহাক হোসেন, সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল গাফ্ফার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কুমার ঘোষ প্রমুখ।
×