ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের সকল জেলা রেল নেটওয়ার্কের মধ্যে আনা হবে

প্রকাশিত: ২২:২০, ২৫ এপ্রিল ২০১৭

বাংলাদেশের সকল জেলা রেল নেটওয়ার্কের মধ্যে আনা হবে

নিজস্ব সংবাদতদাতা, ঝিনাইদহ ॥ রেলমন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, বাংলাদেশের সকল জেলা রেল নেটওয়ার্কের মধ্যে আনা হবে। বিএনপি জামায়াতের আমলে রেলের কোন উন্নয়ন হয়নি। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশে উন্নয়ন হয়। মন্ত্রী বলেন, মাগুরায় রেল লাইন করার প্রস্তুতি চলছে। খুলনা থেকে দর্শনা পর্যন্ত রেল লাইন ডবল লাইনে উন্নিত করা হবে। এতে রেল ভ্রমনে সময় কম লাগবে ও আরামদায়ক হবে। আজ সকালে ঝিনাইদহের কোটচাদপুরের সাফদারপুর রেলওয়ে ষ্টেশনে নব-নির্মিত প্লাটফর্ম শেট ও হাইলেভেল প্লাটফর্মের উদ্বোধনকালে মন্ত্রী এ সব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপির আমলে রেলে ৫শত কোটি টাকা বরাদ্দ ছিল। সেখানে আমরা ক্ষমতায় আসার পর বর্তমানে রেলের বরাদ্দ দেওয়া হয়েছে সাড়ে ১১হাজার কোটি টাকা। রেলওয়ে মন্ত্রানালয়ের সচিব ফিরোজ সালাউদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্থানীয় নবী নেওয়াজ এমপি, আনোয়ারুল আজিম আনার এমপি, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, রেলওয়ের পশ্চিমাঞ্চলের রাজশাহীর মহাব্যবস্থাপক খায়রুল আলম, ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। এ ছাড়াও অনুষ্ঠানে রেলওয়ের কর্মকর্তা, কর্মচারী, জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
×