ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মেসির পাশে ম্যারাডোনা

প্রকাশিত: ১৯:০৫, ৩১ মার্চ ২০১৭

মেসির পাশে ম্যারাডোনা

অনলাইন ডেস্ক ॥ বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে খেলার সময় ব্রাজিলিয়ান সহকারী রেফারি (লাইন্সম্যান) ডিউসন সিলভার উদ্দেশ্যে গালি দেওয়ার অভিযোগে মেসিকে পরবর্তী চার ম্যাচ নিষিদ্ধ করে ফিফা। অভিযোগ উঠেছে মেসিকে নিষিদ্ধ করার ব্যাপারে ম্যারাডোনার হাত ছিল। কিন্তু এসব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মেসির পাশে দাড়ালেন আর্জেন্টিনার এই কিংবদন্তি। ম্যারাডোনা জানিয়ে দিলেন, মেসির শাস্তি কমাতে তিনি ব্যক্তিগত ভাবে কথা বলবেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনোর সঙ্গে। তিনি বলেন, ‘আমি কথা বলব ফিফা প্রেসিডেন্টের সঙ্গে। চার ম্যাচ সাসপেন্ড থাকা মানে অনেক। কিন্তু মেসি যা বলেছে সেই কথাগুলো যথেষ্টই খারাপ। মেসি যেন টেডি বিয়ার'। মেসির সাসপেনশনের রেশ ছড়িয়ে পড়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও। মেসির পাশে দাঁড়িয়ে সবাই পোস্ট করেন, 'সাসপেশন তুলে দেওয়া হোক'। আর্জেন্টিনার ১৯৭৮ বিশ্বকাপজয়ী কোচ সেজার লুইস মেনোত্তিও বলছেন, ‘মেসিকে চার ম্যাচ সাসপেন্ড করা উচিত হয়নি। মেসি এমন কিছু মারাত্মক কথা বলেনি যে ওকে এত বড় শাস্তি দেওয়া হবে। অনেক সময় দেখা গিয়েছে এ রকম ঘটনার পরে অনেক বার ফুটবলাররা মাত্র দুটো ম্যাচ সাসপেন্ড হয়েছে। ’
×