ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জলাবদ্ধতা নিরসন ও প্রবি স্থাপনসহ ২৯ দফা প্রতিশ্রুতি

প্রকাশিত: ০৫:২৬, ২২ মার্চ ২০১৭

জলাবদ্ধতা নিরসন ও প্রবি স্থাপনসহ ২৯ দফা প্রতিশ্রুতি

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২১ মার্চ ॥ কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনকে সামনে রেখে নগরীর উন্নয়ন, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে ২৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে ইশতেহার ঘোষণা করেন তিনি। ইশতেহারে আগামী পাঁচ বছরের জন্য বর্ধিত করের বোঝা নগরবাসীর ওপর চাপিয়ে না দেয়া এবং অতিদরিদ্র ও মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ, জলাবদ্ধতা নিরসনকে অগ্রাধিকার, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী নগরীতে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, মানসম্মত ও অলাভজনক দুটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা ও আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত ৫শ’ শয্যার একটি মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। ইশতেহার ঘোষণার সময় বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সীমা তার নির্বাচনী ইশতেহারে আরও উল্লেখ করেন, নগরীর যানজট নিরসনে ফ্লাইওভার, ফুট ওভারব্রিজ নির্মাণ, ফুটপাথগুলোকে জনগণের চলাচলের উপযোগী করে গড়ে তোলা হবে। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনাক্রমে রূপকল্প-২০২১ অনুযায়ী সিটি কর্পোরেশনের উন্নয়নে মাস্টারপ্ল্যান প্রণয়ন ও পর্যায়ক্রমে বাস্তবায়ন, কর্মজীবী নারীদের জন্য মহিলা হোস্টেল স্থাপন, কর্মজীবী তরুণ-তরুণীদের জন্য নৈশ মহাবিদ্যালয় চালু, নগরীতে ভবন নির্মাণের নক্সা অনুমোদনে জনভোগান্তি দূর, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, কুমিল্লা চিড়িয়াখানার উন্নয়ন, আন্তর্জাতিকমানের আধুনিক স্টেডিয়াম নির্মাণ, পাঁচতারকা হোটেল স্থাপন, নান্দনিক শহর গঠন, ড্রেনেজ ব্যবস্থা ও চলাচল অনুপযোগী সড়ক সংস্কার, বোটানিক্যাল গার্ডেনে মুক্তমঞ্চ স্থাপন, কুমিল্লার খ্যাতিমান ব্যক্তি ও মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামকরণ, মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স ও পানির বিল মওকুফ, সন্ত্রাস-মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, আইটি পার্ক স্থাপন, বেকারত্ব দূরীকরণে নতুন কর্মসংস্থান সৃষ্টি, নগরের চারপাশে সার্কুলার রোড নির্মাণ, ধর্মীয় প্রতিষ্ঠান ও হাট-বাজার সংস্কার, প্রবীণ নাগরিকদের অগ্রাধিকারভিত্তিতে সেবা প্রদানসহ তিন মাস পরপর একবার জনতার মুখোমুখি অনুষ্ঠানের আয়োজনসহ জনগণের পরামর্শ গ্রহণ ও মূল্যায়নের ঘোষণা দেন তার ২৯ দফার নির্বাচনী ইশতেহারে। এছাড়া আঞ্জুম সুলতানা সীমা তার নির্বাচনী ইশতেহারে কারও সঙ্গে অসৌজন্যমূলক আচরণ না করে চাটুকার পরিবেষ্টিত হয়ে জনসাধারণের কাছ থেকে বিচ্ছিন্ন হবেন না বলেও ঘোষণা দেন। তিনি সিটি কর্পোরেশনকে দুর্নীতি ও দলীয়করণমুক্ত করার ঘোষণা দিয়ে তাকে নির্বাচিত করতে নগরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেনÑ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কাজী জাফর উল্লাহ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামছুন নাহার চাপা, শাহাজাদা মহিউদ্দিন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ মোঃ ওমর ফারুক, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজহার উদ্দীন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ প্রমুখ। জেলা নেতৃবৃন্দের মধ্যে ছিলেনÑ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন, মহানগর আওয়ামী লীগ নেতা আরফানুল হক রিফাত, আবুল কাশেম রৌশন, শাহিনুল ইসলাম শাহীনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
×