ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মসলিন ক্যাপিটাল ও ডেফটা পার্টনারসের চুক্তি

প্রকাশিত: ০৩:৩০, ১ মার্চ ২০১৭

মসলিন ক্যাপিটাল ও ডেফটা পার্টনারসের চুক্তি

মসলিন ক্যাপিটাল লিমিটেডের সঙ্গে কৌশলগত বিনিয়োগ চুক্তি করেছে ডেফটা পার্টনারস। সোমবার সন্ধ্যায় মসলিন ক্যাপিটালের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ালি-উল-মারূফ মতিন এবং ডেফটা পার্টনারসের গ্রুপ চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জর্জ হারা স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। স্থানীয় এবং বৈশ্বিক অভিজ্ঞতা ও নেটওয়ার্ককে কাজে লাগিয়ে এ চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠানই লাভবান হবে বলে আশা করা হচ্ছে। এ চুক্তির মাধ্যমে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটকে সেরা সেবা দিতে চায় উভয়ই, যা সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটি রেগুলেটরি ফ্রেমওয়ার্কের আওতায় এনেছে। নতুন আইনে মসলিন ক্যাপিটাল একটি অল্টারনেটিভ ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবে রেজিস্ট্রেশন পেয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে মূলধন ও বিস্তৃত নেটওয়ার্কের সুবিধা দিয়ে উৎসাহিত করা হবে। -অর্থনৈতিক রিপোর্টার সিআইপি হলেন রফিকুল ইসলাম পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি আমান ফিড লিমিটেডের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হয়েছেন। সোমবার বিকেলে রাজধানীর রেডিসন হোটেলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কাছ থেকে তিনি সিআইপি (রফতানি) কার্ড গ্রহণ করছেন। এদিন আরও ১৬৩ জনকে সিআইডি কার্ড দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। এর আগে গত ৯ ফেব্রুয়ারি পণ্য রফতানি ও বাণিজ্য সংগঠনের প্রতিনিধি হিসেবে দেশের ১৬৪ ব্যবসায়ীকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত করে গেজেট প্রকাশ করে বাণিজ্য মন্ত্রণালয়। নির্বাচিত সিআইপিরা এক বছর পর্যন্ত বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন। -অর্থনৈতিক রিপোর্টার
×