ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় বৈঠক

প্রকাশিত: ০৮:৩৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে সোমবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে শিল্পকলা একাডেমিতে। বৈঠকে জনপ্রশাসন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, সমাজকল্যাণ, স্বরাষ্ট্র, তথ্য, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, মহিলা ও শিশু বিষয়ক ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, উপসচিব ও বিভিন্ন অধিদফতরের মহাপরিচালক ও পরিচালকরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইব্রাহীম হোসেন খান। সভায় সংস্কৃতিমন্ত্রী বলেন, এতদিন শুধু ঢাকায় উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ আর মঙ্গল শোভাযাত্রা উদযাপিত হতো। এবার সারাদেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও উদযাপিত হবে বাংলা নববর্ষ। আমরা প্রমাণ করতে চাই, এ দেশ সংস্কৃতির দেশ, আবহমান কালের সাংস্কৃতিক ঐতিহ্যের দেশ। উগ্র মৌলবাদ ও জঙ্গীবাদকে গোটা বাঙালি যে প্রত্যাখান করেছে, অসাম্প্রদায়িক মঙ্গল শোভাযাত্রা সারাদেশে উদযাপনের মাধ্যমে তা আমরা গোটা বিশ্বকে জানিয়ে দিতে চাই। বরাবরের মতোই শিল্পকলা একাডেমি তিন দিনব্যাপী নববর্ষের অনুষ্ঠানের আয়োজন করবে, যাতে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠানও থাকবে।
×