ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের উন্নয়নে খুশি ইইউ

প্রকাশিত: ০৩:৫৩, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

বাংলাদেশের উন্নয়নে খুশি ইইউ

তাহমিন হক ববী, নীলফামারী ॥ ভিজিট বাংলাদেশ প্রোগামের আওতায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে উত্তরের নীলফামারী জেলার উত্তরা ইপিজেড পরিদর্শন করলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। বুধবার সকাল সাড়ে ১১টায় উত্তরা ইডিজেডের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের প্রতিনিধিরা উত্তরা ইপিজেড পরিদর্শন এসে এখানে বাণিজ্য পরিবেশ উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশের ইউরোপিয়ন ইউনিয়নের হেড অফ ডেলিগেশন এইচ ই পিয়েরে মায়াদুন বলেন, বাংলাদেশের উন্নয়নে ইউরোপীয় ইউনিয়ন খুশি। সেই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে চলমান বাণিজ্য ও বিনিয়োগ আরও বৃদ্ধি করতে আগ্রহ প্রকাশের কথা উল্লেখ করেন। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ফার্মাসিটিক্যাল সেক্টর, ফাইনান্সিয়াল ফ্লো, ইমপোর্ট ডিউটি কাস্টমস ট্রেড ফেসিলিটেশন, লাইসেন্স এ্যান্ড ইনভেস্টমেন্ট ইন দ্য সার্ভিস সেক্টর এবং ট্যাক্স রিজিম বিষয়ে ৫টি ওয়াকিং গ্রুপ কাজ করে যাচ্ছে। তাই তিনি বাংলাদেশের সঙ্গে চলমান বাণিজ্য সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। এ সময় তার নেতৃত্বে উপস্থিত ছিলেন জার্মানির রাষ্ট্রদূত এইচ ই ড. থমাস হেইনরিচ প্রিনজ, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত এইচ ই লিওনি কিউলেনা এরা, ব্রিটিশ রাষ্ট্রদূত এইচ ই আলিসন ব্লাকিও, ডেনমার্কের রাষ্ট্রদূত এইচ ই মিকাইল হেমনিটি উইনঠার। মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। ইইউ বাংলাদেশকে ইবিএ অর্থাৎ এভরিথিং বাট আর্মসের আওতায় বাংলাদেশকে সব পণ্য রফতানিতে ডিউটি ও কোটা ফ্রি সুবিধা দিচ্ছে। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের কাছে কৃতজ্ঞ। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একজন ভিশনারি লিডার। তিনি বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ২০২১ সালে দেশকে একটি মধ্যম আয়ের দেশ পরিণত এবং ডিজিটার বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় ১০০টি স্পেশাল ইকনোমিক জোন ঘোষণা করেছেন। এগুলোর উন্নয়ন কাজ চলছে। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী দফতরের বেপজার অতিরিক্ত সচিব আব্দুল হালিম মোল্লা, নীলফামারী জেলা প্রশাসক জাকির হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন খান, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, উত্তরা ইপিজেডের মহাব্যবস্থাপক তানভীর সিদ্দিকী ও বেপজার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক নাজমা বিনতে আলমগীরসহ প্রমুখ। মতবিনিময় সভায় উত্তরা ইপিজেডের মহাব্যবস্থাপক তানভীর সিদ্দিকী, পররাষ্ট্রমন্ত্রীসহ ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলকে একটি করে ক্রেস্ট প্রদান এবং উত্তরা ইপিজেডের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি মাল্টিমিডিয়ায় উপস্থাপন করেন।
×