ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৬ দলের সঙ্গে বৈঠক

রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ এরশাদের

প্রকাশিত: ০৮:৩২, ২৭ জানুয়ারি ২০১৭

রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ এরশাদের

স্টাফ রিপোর্টার ॥ আগামী সংসদ নির্বাচন সামনে রেখে বিকল্প রাজনৈতিক জোট গঠন প্রক্রিয়া শুরু করেছে জাতীয় পার্টি। জোট গঠনে প্রগতিশীল, সমমনা রাজনৈতিক দলগুলোকে টার্গেট করা হয়েছে। ছোট-বড় মিলিয়ে অন্তত ৩০ দলকে নিয়ে জোট গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে চায় বিরোধী দল জাপা। নেতারা বলছেন, জোট গঠনের মাধ্যমে আগামী নির্বাচনে শক্তিশালী অবস্থানে যেতে চায় দলটি। তারা ৩০০ আসনেই প্রার্থী দিতে চায় । যদিও এর আগে একাধিকবার সমমনা বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে জোট গঠনের প্রক্রিয়া শুরু হলেও অল্প কয়েকদিনের মধ্যে তা ভেস্তে যায়। বৃহস্পতিবার জোট গঠনের লক্ষ্যে অন্তত ছয়টি নামসর্বস্ব দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন পার্টির শীর্ষ নেতারা। বৈঠকে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি প্রসঙ্গে পার্টি চেয়ারম্যান এরশাদ বলেছেন, জাতীয় পার্টি আশা করে, গঠিত এই সার্চ কমিটি সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের সুপারিশ পেশ করবে এবং এই নির্বাচন কমিশনের অধীনেই দেশবাসীকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার পাবে বলে জাতীয় পার্টির বিশ্বাস। এ মাসেই আরও একাধিক দলের সঙ্গে এরশাদের বৈঠক করার কথা আছে। দলীয় সূত্র বলছে, নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির সঙ্গেও ঐক্যের আলোচনা শুরু হয়েছে। তবে কবে নাগাদ ঐক্য প্রক্রিয়ার বিষয়টি সামনে আসবে তা এখনও নিশ্চিত নয়। এরশাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ আওয়ামী পার্টি, আম জনতা পার্টি, দেশ রক্ষা আন্দোলন, গণতান্ত্রিক ন্যাপ ভাসানী, বিপিডিপি ও গণজাগরণ পার্টির শীর্ষনেতারা উপস্থিত ছিলেন। এ সময় তারা ঐক্যের বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাপা কোচেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতি, মেজর অব. খালেদ আখতার ও রেজাউল ইসলাম ভূঁইয়া। এছাড়া অন্যান্য দলের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ বেনজির আহমেদ, এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, হাজী জালাল উদ্দিন, গোলাম মোস্তফা সরকার, ওয়ারেসুল ইসলাম ও আব্দুল আউয়াল।
×