ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কালকিনিতে শুন্য ভোট পাওয়া সেই যুবলীগ নেতাকে বহিস্কার

প্রকাশিত: ২৩:৪৪, ৩১ ডিসেম্বর ২০১৬

কালকিনিতে শুন্য ভোট পাওয়া সেই যুবলীগ নেতাকে বহিস্কার

নিজস্ব সংবাদদাতা, কালকিনি (মাদারীপুর) ॥ সদ্য অনুষ্ঠিত্বব্য মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে শুন্য ভোট পাওয়া সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ বেলায়েত হোসেন নামের এক যুবলীগ নেতাকে দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে তার পদ থেকে বহিস্কার করা হয়েছে। সে কালকিনি উপজেলা যুবলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি উপজেলার ১৫ নং ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী হয়েছিলেন। শনিবার সকালে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সরদার নিজামুল হকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, উপজেলা যুবলীগের বর্তমান কমিটির সহ-সভাপতি সৈয়দ বেলায়েত হোসেন ইউপি নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয় এবং জেলা পরিষদ নির্বাচনে পূনরায় আওয়ামীলীগের নির্দেশকে উপেক্ষা করে নিজেই সদস্য পদে প্রার্থী হয়ে নির্বাচন করার দায়ে তাকে তার পদ থেকে বহিস্কার করা হয়েছে। উল্লেখ্য, সৈয়দ বেলায়েত হোসেন জেলা পরিষদ নির্বাচনে কালকিনির ১৫নং ওয়ার্ডে সদস্য প্রার্থী হয়ে কোন ভোট না পেয়ে লজ্জাজনকভাবে হেড়ে জামানত হাড়িয়েছে। এদিকে তার নিকটতম আওয়ামী সমর্থীত প্রার্থী সৈয়দ আবুল বাশার ৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
×