ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বাদ পেয়েছে ভার্চুয়াল রিয়েলিটি

প্রকাশিত: ০৬:০৩, ৩১ ডিসেম্বর ২০১৬

স্বাদ পেয়েছে ভার্চুয়াল রিয়েলিটি

ভার্চুয়াল রিয়েলিটি বা কাল্পনিক বাস্তবতা এক অভাবনীয় অভিজ্ঞতা- এক বিশেষ ধরনের ডিভাইস যা মাথায় বা চোখে পরিধেয় এবং আপনার মাথার নড়াচড়া কে ট্র্যাক করে সৃষ্ট ত্রিমাত্রিক জগতের সঙ্গে আপনাকে একাত্ম করে; তারমানে আপনি যে দিকেই ফিরে তাকাবেন, ত্রিমাত্রিক পরিবেশও সেভাবে ঘুরে যাবে। তাতে মনে হবে আপনি ওই ত্রিমাত্রিক জগতের সঙ্গেই মিশে গেছেন। ইদানীং এই প্রযুক্তি উপযোগী বহু গেমস ও সিনেমা সহজেই পাওয়া যাচ্ছে। সেই ’৭০-এর দশক থেকে এই ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে বিভিন্ন চেষ্টা চললেও, খুব সম্প্রতি ফেসবুক মালিকানাধীন অকুলাস রিফট্ এই প্রযুক্তিকে অনেক দূর এগিয়ে নিয়েছে। এর মধ্যে তারা সহজে পরিধানযোগ্য হেডসেট) এর ২য় সংস্করণ বাজারে ছাড়ার প্রক্রিয়ায় আছে। এই হেডসেট মাথায় পরে ইউএসবিএর মাধ্যমে পিসির সঙ্গে সংযুক্ত করতে হয় এবং পিসির নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে ত্রিমাত্রিক গেমস বা ভিডিও চালাতে হয়। অকুলাস রিফট মাথার সামান্যতম নড়াচড়াও ট্র্যাক করে এবং ৩৬০ ডিগ্রীর ত্রিমাত্রিক পরিবেশে ব্যবহারকারীকে একাত্ম করে।
×