ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জের কাশিয়ানীতে চার ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ০০:৫০, ২৪ ডিসেম্বর ২০১৬

গোপালগঞ্জের কাশিয়ানীতে চার ডাকাত গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা-পুলিশ। এসময় পুলিশ ও ডাকাতের মধ্যে গুলি বিনিময়ের ফলে ইকবাল ও রহমান নামে দু’ পুলিশ সদস্য ও তিন ডাকাত আহত হয়েছে। আহত পুলিশ সদস্য দু’জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাশিয়ানীর থানার ওসি এ.কে.এম. আলীনূর হোসেন, পিপিএম, জানান, শুক্রবার দিবাগত গভীর রাত কাশিয়ানীর পঞ্চবটি এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় নিয়মিত টহলে থাকা পুলিশের একটি দল তাদেরকে ধাওয়া করে। একপর্যায়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে তাদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়। এ ঘটনায় ওই দু’ পুলিশ সদস্যসহ তিন ডাকাত আহত হয়। পরে আহত ডাকাতসহ চার ডাকাতকে গ্রেফতার করা হয় এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি ট্রাক আটক করা হয়। কিন্তু ডাকাতদলের সঙ্গে আরও ৬-৭ জন ডাকাত পালিয়ে যায়।
×