ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইরানে শূটিংয়ে বাংলাদেশের রৌপ্যপদক

প্রকাশিত: ০৬:২৪, ৬ ডিসেম্বর ২০১৬

ইরানে শূটিংয়ে বাংলাদেশের রৌপ্যপদক

স্পোর্টস রিপোর্টার ॥ ইরানের তেহরানে চলমান এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে সোমবার ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেল (জুনিয়র) দলগত ইভেন্টে বাংলাদেশের রিসালাতুল ইসলাম, রাব্বি হাসান মুন্না এবং রবিউল ইসলাম ১৮৬০ পয়েন্ট স্কোর করে রৌপ্যপদক অর্জন করেছে। এই ইভেন্টে ইরান স্বর্ণ এবং চীন তাম্রপদক অর্জন করে। ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন দাবা লীগ উদ্বোধন খেলা শুরু আজ থেকে স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার উদ্বোধন হয়েছে ‘ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন দাবা লীগ।’ ১১ দিনব্যাপী এই প্রতিযোগিতার খেলা শুরু হবে মঙ্গলবার থেকে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে প্রধান অতিথি হিসেবে লীগের উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এই লীগে অংশ নিচ্ছে শেখ রাসেল মোমোরিয়াল স্পোর্টিং ক্লাব (বর্তমান চ্যাম্পিয়ন), বাংলাদেশ নৌবাহিনী (বর্তমান রানার্সআপ), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (প্রথম বিভাগ থেকে উন্নীত), প্রথম বিভাগ থেকে উত্তীর্ণ মীর চেস ক্লাবের পরিবর্তে সাইফ স্পোর্টিং ক্লাব, তিতাস ক্লাব, প্রিতম প্রিজম চেস ক্লাব, লিওনাইন চেস ক্লাব, সুলতানা কামাল স্মৃতি পাঠাগার, সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব এবং গোল্ডেন স্পোর্টিং ক্লাব। প্রতিটি দলে সর্বোচ্চ ৪ নিয়মিত খেলোয়াড় ও ২ অতিরিক্ত খেলোয়াড় থাকছে। খেলা রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। লীগের চ্যাম্পিয়ন দল ১ লাখ, রানার্সআপ দল ৬০ হাজার, তৃতীয় স্থান অধিকারী দল ৪০ হাজার টাকা প্রাইজমানির পাশাপাশি ট্রফি ও মেডেল পাবে। এছাড়া ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানধারী দলকে উন্নতমানের হোম এ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে। এশিয়ান অ-১৪ টেনিসে রোমান ও তৃপ্তির জয় স্পোর্টস রিপোর্টার ॥ সাভারের জিরানির বিকেএসপিতে শুরু হয়েছে ‘বিকেএসপি কাপ এশিয়ান অনুর্ধ-১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতা।’ সোমবার প্রতিযোগিতার প্রথম দিনে বালক এককে বাংলাদেশের রোমান তার স্বদেশী প্রতিদ্বন্দ্বী মিজানকে ৬-০, ৬-০ গেমে হারিয়ে শুভসূচনা করে। এছাড়া বালিকা এককে বাংলাদেশের রিনভী আক্তার তৃপ্তি সিঙ্গাপুরের দ্রেবাকে ৬-০ ও ৭-৫ গেমে হারায়। মার্সেল ফুটবলে সাইফ-টিএ্যান্ডটি ড্র স্পোর্টস রিপোর্টার ॥ মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগের অষ্টম রাউন্ড শুরু হয়েছে সোমবার থেকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয় সাইফ স্পোর্টিং ক্লাব ও টিএ্যান্ডটি ক্লাব। ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় ম্যাচ। গোল করেন ১৮ মিনিটে টিএ্যান্ডটি ক্লাবের মিলন বর্মন গোল করে এগিয়ে নেন দলকে। ৪ মিনিট পর সাইফ স্পোর্টিং ক্লাবের মতিন মিয়া গোল করে ম্যাচে সমতা ফেরান। ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা। করাচীতে অগ্নিকা-ে দুই ক্রিকেটার আহত স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তানের করাচী শহরের এক হোটেলে ভয়াবহ অগ্নিকা-ে দেশটির প্রথমশ্রেণীর দুই ক্রিকেটার আহত হয়েছেন। তারা হলেন ইয়াসিম মুর্তজা ও কারামত আলী। দুর্ঘটনার সময় পাকিস্তান জাতীয় দলের তারকা শোয়েব মাকসুদও সেখানে ছিলেন। তবে তিনি নিরাপদে বের হতে সক্ষম হন। স্থানীয় ঘরোয়া কায়দে আজম ট্রফিতে খেলতে তারা রিজেন্ট প্লাজা নামের ওই হোটেলে অবস্থান করছিলেন। সোমবার ভোররাতে করাচীর এই চার তারকা হোটেলের মর্মান্তিক অগ্নিকাে মোট ১১ ব্যক্তি নিহত হন। ক্রিকেটারদের একটি দল চতুর্থ তলায় ছিলেন। এক প্রতিনিধি বলেন, ‘ভোররাতে হোটেলে আগুন লাগলে এই ক্রিকেটাররা তাকে ফোন করেন। নাদিম বলেছেন, ‘দ্রত ঘটনাস্থলে গিয়ে দেখি ক্রিকেটাররা সবাই হোটেলের চতুর্থ তলার জানালায় দাঁড়িয়ে সাহায্যের জন্য চিৎকার করছে।
×