ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত নিকি হ্যালে

প্রকাশিত: ১৯:৫৬, ২৪ নভেম্বর ২০১৬

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত নিকি হ্যালে

অনলাইন ডেস্ক॥ নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সমালোচক ও দক্ষিণ ক্যারোলিনা অঙ্গরাজ্যের গভর্নর নিকি হ্যালেকে জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিলেন। নিকি হ্যালে যুক্তরাষ্ট্রের কনিষ্ঠতম গভর্নর এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ২৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। নিকি হ্যালে রিপাবলিকান দলের প্রাখমিক নির্বাচনী প্রচারণায় ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিওর সমর্থক ছিলেন। পরবর্তীতে ট্রাম্প চুড়ান্ত মনোনয়নের পূর্বে তিনি সিনেটর টেড ক্রুজ এবং ডোনাল্ড ট্রাম্প দ্বৈরতে ক্রুজের পক্ষ নেন। নিকি হ্যালে দক্ষিণ ক্যারোলিনার প্রথম সংখ্যালঘু এবং নারী গভর্নর। তিনি দক্ষিণ ক্যারোলিনায় সিরিয়ান সরণার্থী পূনর্বাসনের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলেন। শিখ পরিবারে জন্ম নেওয়া হ্যালে নিজেকে খ্রিস্টান পরিচয় দিতেই পছন্দ করেন। তিনি ন্যাশনাল আর্মি গার্ড এর ক্যাপ্টেন মাইকেল হ্যালেকে বিয়ে করেন। বর্তমানে দুই সন্তানের জননী তিনি।
×