ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাহেলা জয়াবর্ধনেও সাইডবেঞ্চে

প্রকাশিত: ০৬:৩৫, ৯ নভেম্বর ২০১৬

মাহেলা জয়াবর্ধনেও সাইডবেঞ্চে

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কার দুই কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। ওয়ানডে ক্রিকেটে দেশের পক্ষে তৃতীয় সর্বাধিক এবং টেস্টে দ্বিতীয় সর্বাধিক রান করেছেন মাহেলা। এমনকি টি২০ ক্রিকেটেও সর্বাধিক রান করার দিক থেকে তিনি দুই নম্বরে। সেই জয়াবর্ধনেকে এবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরের প্রথম ম্যাচেই সাইডবেঞ্চে বসে থাকতে হয়েছে। সাকিব আল হাসানের দল ঢাকা ডায়নামাইটসের একঝাঁক তারকা থাকায় সমন্বয়ে মেলেনি বলেই জয়াবর্ধনের মতো ব্যাটসম্যানের একাদশে জায়গা হলো না মঙ্গলবার বরিশাল বুলসের বিরুদ্ধে ম্যাচে। এমনটা আগেই আভাস দিয়েছিলেন অধিনায়ক সাকিব। জানিয়েছিলেন অনেক তারকা ক্রিকেটার থাকার কারণে অনেক বড় বড় খেলোয়াড়কেও সাইডবেঞ্চে বসে থাকতে হবে। বিপিএলের বাইলজ অনুসারে এক ম্যাচে সর্বোচ্চ ৪ বিদেশীকে খেলাতে পারে যে কোন দল। নিজেদের প্রথম ম্যাচে ডায়নামাইটস খেলিয়েছে সাঙ্গাকারা, ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল ও রবি বোপারাকে। বসে থাকতে হয়েছে ওয়েন পারনেল, এভিন লুইস, সিকুগে প্রসন্ন ও জয়াবর্ধনেকে। এ বিষয়ে বিপিএল শুরুর আগে সাকিব বলেছিলেন, আমি যে দলে খেলি ওই দলেই তারকা বেশি থাকে। সবাইকে তো একম্যাচে খেলানো যাবে না। পরিস্থিতি অনুসারে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে বিদেশী ক্রিকেটারদের। আর সে কারণেই ৩১.৭৬ গড় ও ১৩৩.১৮ স্ট্রাইকরেটে ৫৫ আন্তর্জাতিক টি২০ খেলে ১৪৯৩ রান করা জয়াবর্ধনেরও ঠাঁই হলো না একাদশে। আন্তর্জাতিক টি২০ ম্যাচে একটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি ২০১০ সালে জিম্বাবুইয়ের বিরুদ্ধে। জাতীয় দল থেকে অবসর নিলেও এখন পর্যন্ত প্রতিযোগিতামূলক ক্রিকেটের মধ্যে আছেন। কাউন্টি ক্রিকেটে রানের মধ্যে আছেন। গত আগস্টেই সমারসেটের হয়ে ১১৭ রানের অপরাজিত একটি ইনিংস উপহার দিয়েছেন ৩৯ বছর বয়সী ডানহাতি জয়াবর্ধনে।
×