ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

জন মানুষের সামনে ফেসবুক লাইভে আসছেন ডিএমপি কমিশনার

প্রকাশিত: ২৩:৫২, ৩১ অক্টোবর ২০১৬

জন মানুষের সামনে ফেসবুক লাইভে আসছেন ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর জনমানুষের কথা ও মতামত শুনতে ফেসবুক লাইভে আসছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। আগামী বুধবার রাত ৭টা ৩০ মিনিট থেকে ৮টা ১৫ মিনিট পর্যন্ত ডিএমপির অফিশিয়াল ফেসবুক পেজে লাইভে থাকবেন তিনি। সোমবার ডিএমপি’র মিডিয়া এ্যান্ড পাবলিক বিলেশন্স বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এ এস এম হাফিজুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, এ সংক্রান্ত একটি পোস্ট ডিএমপির ফেসবুক পেজেও দেয়া হয়েছে। এসি হাফিজুর রহমান জানান, রাজধানীতে বসবাসকারীরা তাদের যে কোনো সমস্যার কথা ফেসবুক কমেন্টের মাধ্যমে কমিশনারকে জানাতে পারবেন। ডিএমপির অফিশিয়াল ফেসবুক পেইজ- https://web.facebook.com/dmpdhaka/
×