ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক বাড়ল

প্রকাশিত: ০৪:০৫, ২৭ সেপ্টেম্বর ২০১৬

পুঁজিবাজারে সূচক বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ একদিনের সূচকের পতনের পর সূচক বেড়েছে দেশের পুঁজিবাজার। এর আগে ১৩ কার্যদিবস পরে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার সূচক কমেছিল। বিনিয়োগকারীদের মুনাফা তোলার কারণেই সূচকের পতন ঠিক একদিন পরই ঘুরে দাঁড়াল সূচক। সোমবার লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ শেয়ারের দর বেড়েছে। তবে এদিন লেনদেনের পরিমাণ কমে গেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৫৫২ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ২৩ কোটি ৬১ লাখ টাকা কম লেনদেন। আগের দিন ডিএসইতে ৫৭৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২২ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭৫, কমেছে ১০৩ এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৮৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৭১ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- লঙ্কা বাংলা ফাইন্যান্স, বাংলাদেশ সাবমেরিন কেবল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ফার কেমিক্যাল, ডরিন পাওয়ার, মবিল যমুনা বিডি, মিরাকল ইন্ড্রাস্টিজ, ইয়াকিন পলিমার, ন্যাশনাল টিউবস ও তসরিফা ইন্ড্রাস্টিজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪১২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫১, কমেছে ৬৯ এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, ইয়াকিন পলিমার, ফার কেমিক্যাল, লঙ্কা বাংলা ফাইন্যান্স, তসরিফা ইন্ড্রাস্টিজ, একমি ল্যাবরেটরিজ, অলিম্পিক এক্সেসরিজ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, তিতাস গ্যাস ও ডরিন পাওয়ার।
×