ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লালমনিরহাটে ভারতে পালাতে গিয়ে বিএসএফর হাতে শিবির নেতা আটক

প্রকাশিত: ০০:৪৪, ২৫ সেপ্টেম্বর ২০১৬

লালমনিরহাটে ভারতে পালাতে গিয়ে বিএসএফর হাতে শিবির নেতা আটক

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ ভারতে পালিয়ে গিয়ে বিএসএফর হাতে আটক হয়েছে পাটগ্রাম উপজেলা শ্রীরামপুর ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি মো. কামরুজ্জামান। পতাকা বৈঠকের মাধ্যমে শনিরবার রাত ১১ টায় পাটগ্রাম পুলিশের কাছে তাকে সোপর্দ করে। রবিবার তাকে আদালতে সোপর্দ করা হলে জেল হাজতে প্রেরণ করা হয়। জানা যায়, জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সভাপতি কামরুজ্জামানের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, নাশকতা, বোমাবাজি, অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে ভারতে পালিয়ে ছিল। শনিবার সন্ধ্যায় অবৈধভাবে ভারত হতে দেশে নিজ বাড়িতে আসে। বিষয়টি এলাকাবাসি জানতে পারে। তারা পুলিশে খবর দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পুনরায় রাতে ভারতে পালিয়ে যায়। কিন্তু এবার বিধিবাম। শ্রীরামপুর ইউনিয়নের মিঠাইবাড়ী সীমান্তের ৮৪৫ পিলারের কাছ দিয়ে ভারতে পালিয়ে গিয়ে ভারতীয় বামডোরা ৩৫ বিএসফের টহল দলের হাতে আটক হয়। পরে বিষয়টি পুলিশ লালমনিরহাটের ১৫ বিজিবিকে জানায়। ১৫ বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে শনিবার রাত ১১ টায় শিবিরের সভাপতিকে বাংলাদেশে ফেরত নিয়ে আসে। বিজিবি তাকে রাতেই পাটগ্রাম থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। রবিবার পুলিশ শিবির সভাপতিকে আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেছে। আটক শিবির নেতা শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়াহাট গ্রামের মো. আব্দুল্ল্যাহর পুত্র বলে জানা যায়। বিষয়টি ১৫ বিজিবির অদিনায়ক লেঃ কর্ণেল বজলুর রহমান হায়াতী নিশ্চিত করেছেন।
×