ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাঁশখালী থেকে হত্যা মামলার আসামি দেশ ছাড়ছে

প্রকাশিত: ০৬:৩৩, ২৫ আগস্ট ২০১৬

বাঁশখালী থেকে হত্যা মামলার আসামি দেশ ছাড়ছে

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ২৪ আগস্ট ॥ কয়লা বিদ্যুত কেন্দ্র নির্মাণ নিয়ে সংঘর্ষের চার মাসের মাথায় হত্যাসহ চারটি মামলার অভিযুক্ত বিদেশে যাচ্ছেন বিএনপি নেতা লেয়াকত আলী। ইতোমধ্যে পাসপোর্ট তৈরিসহ বিদেশে যাওয়ার সব প্রক্রিয়া চূড়ান্ত করেছেন বলে জানান হত্যা মামলার বাদী। আগামী ২৬ আগস্ট তার হজে যাওয়ার কথা রয়েছে বলে শোনা যাচ্ছে। তবে পুলিশ বিদেশ যাওয়া ও পাসপোর্ট তৈরির বিষয়ে অবগত নয়। এ ব্যাপারে বুধবার বাঁশখালী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, তার কোন পাসপোর্ট বাঁশখালী থানায় ভেরিফেকেশনের জন্য আসেনি। আসামি হওয়ায় লেয়াকত আলীকে অনাপত্তি দেয়ার প্রশ্নই ওঠে না। হত্যা মামলার বাদী মৌলভী বশির আহমদ বলেন, গত ১৯ আগস্ট বাঁশখালী থানা হতে লেয়াকত আলী দুটি পাসপোর্টের যাচাইবাছাই করা হয়। মামলার আসামি হওয়া সত্ত্বেও তার পাসপোর্ট পেতে আপত্তি করেনি পুলিশ। এতেই প্রমাণিত লেয়াকত আলীকে বিদেশ যেতে সহযোগিতা করছে কয়লাবিদ্যুত কেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠান। নাম প্রকাশ না করার শর্তে কয়লা বিদ্যুত কেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠানের ঘনিষ্ট এক সূত্র জানায়, লেয়াকত আলীর সাথে কয়লা বিদ্যুত কেন্দ্র নির্মাণ নিয়ে সমঝোতা হয়েছে। ইতোমধ্যে প্রকল্পের কাজ নৌবাহিনীর মাধ্যমে করার জন্য প্রস্তুতি নেয়া হয়েছে। লেয়াকত আলী হজে গেলেই কাজ শুরু করা হবে। গত ৪ এপ্রিল বিএনপি নেতা লেয়াকতের উস্কানিতে বাঁশখালীর গ-ামারায় কয়লা বিদ্যুত কেন্দ্র নির্মাণ নিয়ে পুলিশের সাথে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়। এর মধ্যে নিহত মর্তুজ আলী ও আঙ্গুর মিয়ার বড় ভাই মৌলভী বশির আহমদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। একই ঘটনায় পুলিশ ও কয়লাবিদ্যুত নির্মাণকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও তিনটি মামলা দায়ের করা হয়। প্রতিটি মামলার প্রধান আসামি বিএনপি নেতা লেয়াকত আলী। নর্থ ওয়েস্টার্ন ভার্সিটিতে শিক্ষামেলা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, খুলনার ফল সেমিস্টারে শিক্ষামেলার আয়োজন করা হয়েছে। এ শিক্ষামেলা চলবে ২৪ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত। সরকারী ছুটির দিনেও বিশ^বিদ্যালয়ে শিক্ষামেলা চলবে। মেলার উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের ট্রেজারার ফকির আবু হোসেন। উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার শহীদুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও পরিচালক (অর্থ সংক্রান্ত) নাহিদ নেওয়াজী, পরিচালক (ছাত্র কল্যাণ) সৈয়দ মোহাম্মদ ওবায়দুল্লাহ রিপন ও পরিচালক (রেজিস্ট্রশন) পবিত্র কুমার সরকার, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান রউফ বিশ^াস, ইংরেজী বিভাগের প্রধান কামরুন্নাহার শিলা, আইন বিভাগের প্রধান এস এম হায়াত মাহমুদ, সহকারী রেজিস্ট্রার কাজী আহসানউল্লাহ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাসুম শাহরিয়ার প্রমুখ। -বিজ্ঞপ্তি
×