ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট

প্রকাশিত: ০৪:৪৯, ১০ আগস্ট ২০১৬

দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট

দেশের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য খাতে অভিজ্ঞ ও দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে ওয়ালটন গ্রুপ। আইএসও সনদপ্রাপ্ত ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম কর্তৃপক্ষ প্রতি বছর বিপুল সংখ্যক কর্মীকে প্রশিক্ষণ দিচ্ছে। উচ্চমানের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকার ও অদক্ষরা পরিণত হচ্ছেন দক্ষ মানবসম্পদে। প্রশিক্ষণ নিয়ে যাদের অনেকই দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশেও কাজ করার সুযোগ পাচ্ছেন। ওয়ালটন সূত্র মতে, দেশের সম্ভাবনাময় এবং দ্রুত অগ্রসরমাণ ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল হোম এ্যাপ্লায়েন্স শিল্পে বিপুলসংখ্যক দক্ষ, অভিজ্ঞ প্রকৌশলী ও টেকনিশিয়ান প্রয়োজন। ফলে ওয়ালটন স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে হাতে কলমে দক্ষ জনবল তৈরি করছে। জানা গেছে, প্রশিক্ষণের কাজটি হচ্ছে প্রধানত চার ভাবে। একদিকে বিএসসি প্রকৌশলীদের স্বল্পমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে সরাসরি নিয়োগ। -অর্থনৈতিক রিপোর্টার
×