ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘কেলোর কীর্তি’ মুক্তির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৩:৫৪, ৩০ জুলাই ২০১৬

‘কেলোর কীর্তি’ মুক্তির প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ ভারতীয় চলচ্চিত্র ‘কেলোর কীর্তি’ বাংলাদেশের প্রেক্ষাগৃহে বাণিজ্যিকভাবে শুক্রবার মুক্তি পাওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট শীর্ষ সংগঠনগুলোর নেতারা। চলচ্চিত্রটির মুক্তি নিয়ে দেশীয় চলচ্চিত্রকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) মূল ফটকের সামনে শুক্রবার বেলা ১১টায় মানববন্ধন করেন তারা। এরপর সেখান থেকে দুপুর সোয়া ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করেন চলচ্চিত্র সংগঠনের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন, চলচ্চিত্রকার আমজাদ হোসেন, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু, মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সহসভাপতি ওমর সানি, নায়ক রুবেল, জায়েদ খানসহ অনেকে। এই আন্দোলনে অংশ নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র শিল্পী সমিতি, চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপনা সমিতি, চলচ্চিত্র গ্রাহক সংস্থা, চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি, চলচ্চিত্র এ্যাকশন গ্রুপ ও সিডাবের নেতাকর্মীরা। মানববন্ধনে নেতারা বলেন, আমরা কখনও ছবি বিনিময়ের পক্ষে ছিলাম না, এখনও নেই, ভবিষ্যতেও থাকব না। এমন অসম বিনিময় আমরা মেনে নেব না। গত ঈদে দেশীয় চলচ্চিত্রে নতুন সম্ভাবনার চিত্র দেখা গেছে। ঢাকাসহ সারাদেশের সিনেমা হলে দর্শক সমাগমই প্রমাণ করে চলচ্চিত্রে সুদিন ফিরেছে। অসমভাবে ভারতীয় চলচ্চিত্র আমদানি বন্ধ না করলে আমাদের আন্দোলন চলতে থাকবে। এর আগে আমরা হিন্দি চলচ্চিত্র বন্ধের আন্দোলন করেছি, সফল হয়েছি। দেশের স্বার্থে আমাদের এই আন্দোলনও সফল হবে। আমরা আন্দোলনে নামলেই আশ্বাস দেয়া হয়। আমরা বেঁচে থাকতে বাংলাদেশের চলচ্চিত্রকে ধ্বংসের মুখে যেতে দেব না। ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স আর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস এবং শাহীন, পূরবী ও আজাদ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাজা চন্দ পরিচালিত ‘কেলোর কীর্তি’। এতে অভিনয় করেছেন, দেব, যিশু সেনগুপ্ত, অঙ্কুশ, মিমি চক্রবর্তী, নুসরাত প্রমুখ।
×