ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছয় জেএমবি জঙ্গীর ফাঁসি বহাল, দুজনের যাবজ্জীবন

গাজীপুরে বোমা হামলা

প্রকাশিত: ০৫:৩৬, ২৯ জুলাই ২০১৬

গাজীপুরে বোমা হামলা

স্টাফ রিপোর্টার ॥ প্রায় এক যুগ আগে গাজীপুর আইনজীবী সমিতির কার্যালয়ে বোমা হামলার ঘটনায় নিম্ন আদালতের মৃত্যুদ-প্রাপ্ত ১০ জেএমবি সদস্যের ডেথ রেফারেন্স ও আপীল শুনানি শেষে ৬ জনের মৃত্যুদ- বহাল রেখেছে হাইকোর্ট। এছাড়া দুইজনকে মৃত্যুদ- থেকে যাবজ্জীবন ও দুইজনকে খালাস দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল ২০১৩ সালে ওই ১০ আসামির সবাইকে মৃত্যুদ- দিয়েছিল। হাইকোর্টের রায়ে যে ৬ জনের মৃত্যুদ- বহাল রাখা হয়ছে তারা হলো- এনায়েত উল্লাহ ওরফে ওয়ালিদ ওরফে জুয়েল, আরিফুর রহমান ওরফে আকাশ ওরফে হাসিব, সাইদুর মুন্সী ওরফে শহীদুল মুন্সী ওরফে ইমন ওরফে পলাশ, আবদুল্লাহ আল সোহাইন ওরফে জায়িদ ওরফে আকাশ, নিজাম উদ্দিন রেজা ওরফে রনি ওরফে কচি ও তৈয়বুর রহমান ওরফে হাসান। যাবজ্জীবন পাওয়া দুইজন হলোÑ মসিদুল ইসলাম মাসুদ ওরফে ভুট্টো, আদনান সামী ওরফে আম্মার ওরফে জাহাঙ্গীর। আর হাইকোর্ট যে দুইজনকে খালাস দিয়েছে তারা হলোÑ মোঃ আশরাফুল ইসলাম ওরফে আরসাদ ওরফে আব্বাস খান, মোঃ সফিউল্লাহ ওরফে তারেক ওরফে আবুল কালাম। ডেপুটি এ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবীর রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘দুইজনের সাজা কমানো ও দুইজনকে খালাসের রায়ের বিরুদ্ধে আমরা আপীলে যাব।’ আইনজীবীর বেশ ধরে ২০০৫ সালের ২৯ নবেম্বর গাজীপুর জেলা আইনজীবী সমিতির দুই নম্বর হলে ঢুকে বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গী সংগঠন জেএমবির আত্মঘাতী সদস্য আসাদ ওরফে জিয়া ওরফে নাজির ওরফে নাহিদ। এতে হামলাকারী জেএমবি সদস্যসহ আইনজীবী আমজাদ হোসেন, গোলাম ফারুক, নূরুল হুদা, আনোয়ারুল আজিম, বিচারপ্রার্থী আব্দুর রব, বছির উদ্দিন, মর্জিনা আক্তার ও শামছুল হক ঘটনাস্থলেই নিহত হন। বোমা হামলার দিনই জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়।
×