ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শীর্ষে সাকিবের জ্যামাইকা

প্রকাশিত: ০৬:০৩, ২০ জুলাই ২০১৬

শীর্ষে সাকিবের জ্যামাইকা

স্পোর্টস রিপোর্টার ॥ টানা দুই ম্যাচে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। জ্যামাইকা তালাওয়াহসকে এক ম্যাচে ব্যাট হাতে, আরেক ম্যাচে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে জিতিয়েছেন। এবার একইরকম নৈপুণ্য দেখাতে পারেননি সাকিব। ১০ রান ও ১ উইকেট নিলেন। এরপরও জিতেছে জ্যামাইকা। বলিউড বাদশা শাহরুখ খানের মালিকাধীন ত্রিনিদাদ এ্যান্ড টোবাগো নাইট রাইডার্সকে ১৯ রানে হারিয়েছে জ্যামাইকা। আন্দ্রে রাসেলের অসাধারণ নৈপুণ্যে (৪৪ রান ও ৪ উইকেট নিয়েছেন) জিতেছে জ্যামাইকা। টানা তিন জয় পেয়েছে। এখন ৭ ম্যাচে ৫ জয় ও ১ হারে (১ ম্যাচে বৃষ্টির জন্য রেজাল্ট হয়নি) ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে সাকিবের জ্যামাইকা। ম্যাচে আগে ব্যাট করে রাসেলের ৪৪, রোভমেন পাওয়েলের ৪৪, কুমার সাঙ্গাকারার ২৩ রানে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান করে। কেভন কুপার ৩ উইকেট নেন। জবাবে রাসেলের (৪/২৩) বোলিং তোপে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৯ রানের বেশি করতে পারেনি ত্রিনিদাদ এ্যান্ড টোবাগো নাইট রাইডার্স। জ্যামাইকার হয়ে সবকটি ম্যাচেই খেলেছেন সাকিব। এর মধ্যে দুটি ম্যাচে অসাধারণ নৈপুণ্য দেখান। গায়ানা এ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচেই মূলত সাকিব ছন্দে ফিরেন। ১ উইকেট ও অপরাজিত ৫৪ রান করে দলকে জেতান। পরের ম্যাচেই আবার সেন্ট কিটস এ্যান্ড নেভিস পেট্রিয়টসের বিপক্ষে অপরাজিত ৩৪ রান ও ২ রানে ২ উইকেট নিয়ে নৈপুণ্যের ধারাবাহিকতা বজায় রাখেন। দলও জিতে। ত্রিনিদাদ এ্যান্ড টোবাগোর বিপক্ষে বিশেষ কিছু করতে না পারলেও দলের জয় অব্যাহতই থাকে। বার্বাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে প- হয়। এর আগে তিন ম্যাচে সাকিব অনুজ্জ্বলই থাকেন। গায়ানার বিপক্ষে প্রথম ম্যাচে ২৫ রান ও ১ উইকেট, ত্রিনিদাদ এ্যান্ড টোবাগো রাইডার্সের বিপক্ষে শুধু বোলিং করে উইকেটহীন, সেন্ট কিটস এ্যান্ড নেভিস পেট্রিয়টসের বিপক্ষে ৭ রান ও ১ উইকেট নেন সাকিব। ২০১৩ সালে একবার সিপিএলে খেলা সাকিব এবার কী অনুজ্জ্বলই থাকবেন? এমন যখন প্রশ্ন উঠতে শুরু করে, সাকিবও জবাব দিয়ে দেন। ২০১৩ সালে প্রথমবার সিপিএলে খেলেই এক ম্যাচে ৬ উইকেট নেয়ার রেকর্ড গড়েন। পরের আসরে বিসিবির অনুমতি না নিয়েই খেলতে যান সিপিএলে। তাই ফিরতে হয়। শাস্তিও পেতে হয়। ২০১৫ সালের সিপিএলে আন্তর্জাতিক সূচীর কারণে খেলতে পারেননি। এবার দ্বিতীয়বারের মতো সিপিএলে সুযোগ যখন পেলেন, সেই দলে ক্রিস গেইল, কুমার সাঙ্গাকারা, ডেল স্টেইন, আন্দ্রে রাসেলরা আছেন। এ ক্রিকেটারদের পেছনে ফেলে কী সাকিব বিশেষ কিছু করে দেখাতে পারবেন? সেই প্রশ্ন শুরু থেকেই ছিল। কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডার নিজের জাত ঠিকই চিনিয়ে দিলেন। প্রথম চার ম্যাচে (এর মধ্যে এক ম্যাচ পরিত্যক্ত) নিজেকে খুঁজে ফিরলেও, পঞ্চম ম্যাচেই জ্বলে উঠলেন। তাতে জ্যামাইকাও যেন দিশা পেল। সাকিব জ্বলে উঠতেই জ্যামাইকাও টানা জিততে শুরু করে। এখন সাকিবের জ্যামাইকা পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে এসেছে।
×