ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সব মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে

প্রকাশিত: ০৪:২৩, ১২ জুলাই ২০১৬

সব মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে সোমবার দিনটি শুধু মিউচুয়াল ফান্ডেরই ছিল। কারণ খাতটির প্রায় সব ফান্ডেরই দর বেড়েছে। শুধু তাই নয়, দরবৃদ্ধির সেরা ১০টিই ছিল একই খাতের। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৫টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩২টির দর বেড়েছে। এছাড়া ডিএসইতে টপ টেন গেইনার তালিকার ১০টিই রয়েছে মিউচুয়াল ফান্ড। সোমবার দর বৃদ্ধির তালিকার শীর্ষে রয়েছে পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ফান্ডটির দর বেড়েছে ৪০ পয়সা বা ৮ দশমিক ৮৯ শতাংশ। এদিন ফান্ডটি সর্বশেষ লেনদেন হয় ৪ টাকা ৯০ পয়সা দরে। ফান্ডটি ৩১৭ বারে ২২ লাখ ৩৭ হাজার ৯১৫টি ইউনিট লেনদেন করে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এ ফান্ডের দর বেড়েছে ৪০ পয়সা বা ৮ দশমিক ৭০ শতাংশ। এদিন ফান্ডটির সর্বশেষ লেনদেন হয় ৫ টাকা দরে। ফান্ডটি ৩০৫ বারে ৩৪ লাখ ৮৯ হাজার ৬০৮টি ইউনিট লেনদেন করে। তালিকার তৃতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪০ পয়সা বা ৮ দশমিক ৫১ শতাংশ দর বেড়েছে। ঢাকা পাওয়ারের উৎপাদন শুরু অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠান ঢাকা সাউদার্ন পাওয়ার জেনারেশনস লিমিটেডের ৫৫ মেগাওয়াটের পাওয়ার প্লান্টের বাণিজ্যিক উৎপাদনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। প্রসঙ্গত, এই পাওয়ার প্লান্টের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক রাজস্ব হতে পারে ৩১৩ কোটি টাকা। কোম্পানির মালিকানাধীন ৫৫ মেগাওয়াট ক্ষমতার ৮০ শতাংশ ব্যবহার করতে পারলে এই রাজস্ব আসবে। ডরিন পাওয়ার জেনারেশনস এ্যান্ড সিস্টেমস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ঢাকা সাউদার্ন পাওয়ার জেনারেশনস লিমিটেডের ৫৫ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুত প্ল্যান্টটি গত ১৭ জুন বাণিজ্যিক যাত্রা শুরু করে। উল্লেখ্য, ঢাকা সাউদার্ন পাওয়ার জেনারেশনসের ৯৬ দশমিক ৭৮ শতাংশ শেয়ারের মালিক ডরিন পাওয়ার জেনারেশনস এ্যান্ড সিস্টেমস লিমিটেড।
×