ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নাইকো দুর্নীতি মামলা

খালেদার আপীল শুনানি ৩১ জুলাই

প্রকাশিত: ০৮:৫৬, ১১ জুলাই ২০১৬

খালেদার আপীল শুনানি ৩১ জুলাই

স্টাফ রিপোর্টার ॥ নাইকো দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপীলের আবেদনের শুনানি হবে ৩১ জুলাই। রবিবার অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ওই তারিখ ঠিক করে বিষয়টি শুনানির জন্য আপীল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ও জাকির হোসেন ভুইয়া। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান পরে সাংবাদিকদের বলেন, লিভ টু আপীলে নিম্ন আদালতে মামলাটির কার্যক্রম স্থগিতের আর্জিও জানানো হয়েছে। আবেদনকারীপক্ষ শুনানির দিন ধার্যের আবেদন জানালে আদালত ৩১ জুলাই নিয়মিত বেঞ্চে শুনানির দিন ধার্য করেছেন। প্রায় সাড়ে আট বছর আগের এই মামলায় সোমবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতে অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক রয়েছে। এ বিষয়ে খুরশীদ বলেন, এ অবস্থায় শুনানি হতে আইনগত কোন বাধা নেই। কেন না কোন স্থগিতাদেশ চেম্বার আদালত দেয়নি। অবশ্য তার সঙ্গে দ্বিমত পোষণ করে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ বলেছেন, দেশের সর্বোচ্চ আদালতে লিভ টু আপীল শুনানির জন্য দিন ধার্য আছে। এ অবস্থায় ১১ জুলাই নিম্ন আদালতে মামলাটি শুনানির অবকাশ নেই।
×