ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাইডলাইন

এইচএসসি ভর্তিতে যা জানা প্রয়োজন

প্রকাশিত: ০৭:৩৬, ৫ জুন ২০১৬

এইচএসসি ভর্তিতে যা জানা প্রয়োজন

প্রতিটি অভিভাবকেরই স্বপ্ন সন্তান এসএসসি ও এইচএসসির গ-ি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। এক্ষেত্রে প্রয়োজন এসএসসি ও এইচএসসিতে সঠিক প্রতিষ্ঠান নির্বাচন। রাজধানীসহ দেশের আনাচে-কানাচে রয়েছে অনেক প্রতিষ্ঠান। বর্তমানে চলছে এইচএসসিতে ভর্তি কার্যক্রম। এইচএসসি পর্যায়ে তেমনই একটি প্রতিষ্ঠান রাজধানীর বারিধারা কুড়িল বিশ্বরোডে ‘সেগা-জামাল ফাউন্ডেশন’র আওতায় প্রতিষ্ঠিত ‘কুইন মেরী কলেজ’। জানা যায়, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম একটি সুশিক্ষিত জাতি গড়াই কলেজটির প্রধান লক্ষ্য। এ লক্ষ্য পূরণে কলেজটির রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ক্যাম্পাস, বিজ্ঞান শিক্ষার জন্য প্রয়োজনীয় ল্যাব, ডিজিটাল ক্লাসরুম, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো এবং অভিজ্ঞ ও গুণগত মানসম্পন্ন শিক্ষকম-লী। ২০১০ সালের ২৪ এপ্রিল প্রতিষ্ঠালাভ করলেও প্রতিষ্ঠানটি ইতোমধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের নজর কেড়েছে। বিগত বছরগুলোয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা শতভাগ সাফল্য পেয়েছে। পছন্দের প্রতিষ্ঠানের যেসব বৈশিষ্ট্য থাকতে হবে : একটি ভাল কলেজের জন্য প্রয়োজন অভিজ্ঞ শিক্ষক, অডিও ভিজ্যুয়াল এইড শিক্ষা পদ্ধতি, শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাস রুম, কম্পিউটার ল্যাব, ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা আবাসিক হোস্টেল, সমৃদ্ধ লাইব্রেরি ও পরিবহন সুবিধা। সেইসঙ্গে বিগত বছরগুলোয় ভাল ফলাফল। কুইন মেরী কলেজে এসব সুযোগ-সুবিধা রয়েছে। প্রতিষ্ঠানটিতে কেবল বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির সুযোগ রয়েছে। বিগত বছরগুলোতে অনেক কম জিপিএ নিয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীরাও প্রতিষ্ঠানটি থেকে সর্বোচ্চ ফলাফল লাভ করছে। বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ এবং ব্যবসায় শাখায় এসএসসি বা সমমানে ন্যূনতম জিপিএ ৩ প্রাপ্তদেরও প্রতিষ্ঠানটিতে ভর্তির সুযোগ রয়েছে। সেইসঙ্গে এসএসসিতে ভাল ফলাফলধারীদের জন্য বিশেষ স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। ফলাফলের ওপর ভিত্তি করে তিন ক্যাটাগরিতে শিক্ষার্থীরা বার্ষিক এক লাখ টাকার বেশি স্কলারশিপ পেতে পারে। ভর্তির জন্য যোগাযোগ : ০১৭৫০০০০৯৪৬-৭। িি.িয়ঁববহসধৎুপড়ষষবমব.বফঁ.নফ শিক্ষার্থীদের মনে রাখতে হবে, শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কলেজ জীবন। তাই সঠিক প্রতিষ্ঠান বেছে নেয়া জরুরী। যেসব শিক্ষার্থী এ সময়টার যথাযথ ও সর্বোচ্চ ব্যবহার করবে তারাই উচ্চ মাধ্যমিকে ভাল ফল অর্জন করতে পারবে। এইচএসসির প্রথম বছর বেশ গুরুত্বপূর্ণ : এইচএসসির সিলেবাস বড় হলেও এর জন্য এসএসসির মতো দুই বছর সময় পাওয়া যায় না। মূলত এইচএসসিতে শিক্ষার্থীরা দেড় বছর সময় পায়। তাই শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ধাপে ভাল করতে হলে প্রথম বছর থেকেই পড়াশোনায় মনোযোগী হতে হবে। আর এ জন্য চাই সঠিক পরিকল্পনা। আব্দুল মালেক
×