ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বনে হারিয়ে যাওয়া সেই জাপানী শিশুটি অবশেষে উদ্ধার

প্রকাশিত: ০৩:৪৪, ৪ জুন ২০১৬

বনে হারিয়ে যাওয়া সেই জাপানী শিশুটি  অবশেষে উদ্ধার

অবশেষে হারিয়ে যাওয়া সাত বছরের জাপানী শিশুকে ছয়দিন পর জীবিত পাওয়া গেছে। তার বাবা-মা তাকে শাস্তি হিসেবে বনে রেখে এসেছিলেন। খবর বিবিসি ও গার্ডিয়ানের। শুক্রবার জাপানের উত্তর হোক্কাইডো অঞ্চলের শিকাবে শহরের কাছে একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে শিশুটির খোঁজ মেলে বলে জাপান পুলিশের উর্ধতন কর্মকর্তা মাশিহিতো তাকানা জানিয়েছেন। তিনি জানান, স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে সেলফ ডিফেন্স ফোর্সের (এসডিএফ) প্রশিক্ষণ কেন্দ্রের আশপাশে শিশুটি ঘোরাফেরা করছিল। পরে এ বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে খাবার ও পানি দেয়। সাত বছর বয়সী ইয়ামাতু তানুকা গত ২৮ মে উত্তরাঞ্চল প্রদেশের হোক্কাইডোর দুর্গম এলাকায় হারিয়ে যায়। শিশুটির বাবা-মা পরে পুলিশকে জানায়, পার্কে ঘুরতে গিয়ে লোকজন ও তাদের গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়ায় ‘শাস্তি হিসেবে’ তাকে হোক্কাইডোর বনে রেখে ‘পাঁচ মিনিটের’ জন্য সরে গিয়েছিলেন তারা। ফিরে এসে ছেলেকে আর খুঁজে পাওয়া যায়নি। উদ্ধারের পর শিশুটির বাবা তাকায়ুকি তানুকা তার ‘কৃতকর্মের’ জন্য সন্তান ও সবার কাছে ক্ষমা চেয়েছেন। হারিয়ে যাওয়ার সময় শিশুটির কাছে কোন খাবার বা পানীয় ছিল না। পরনে ছিল নিত্যদিনের পোশাক। নিখোঁজ ইয়ামাতুকে উদ্ধারে ১৩০ জনের একটি দল গেল রবিবার থেকে হেলিকপ্টার ও অন্যান্য সরঞ্জাম নিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে আসছিল।
×