ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ই-মেইল তদন্ত

হিলারির সহযোগীদের জিজ্ঞাসাবাদ করছে এফবিআই

প্রকাশিত: ০৩:৪৩, ৭ মে ২০১৬

হিলারির সহযোগীদের  জিজ্ঞাসাবাদ করছে এফবিআই

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের দীর্ঘদিনের আস্থা ভাজন হুমা আবেদিনসহ ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীকে জিজ্ঞাসাবাদ করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। হিলারির ব্যক্তিগত ই- মেইল সার্ভার ব্যবহার নিয়ে এফবিআই’র তদন্তের অংশ হিসেবে তাদের এ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। খবর এএফপির। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বৃহস্পতিবার সিএনএনকে এ খবর নিশ্চিত করেছে। তদন্তকালে ক্লিনটনের ই-মেইল সার্ভারের নিরাপত্তা ও গোপন তথ্য বিনিময় করা হয়েছে কিনা তার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানান, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের সম্ভাব্য প্রার্থী হিলারিকেও এফবিআই জিজ্ঞাসাবাদ করবে। তবে কোন তারিখে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে তা সুনির্দিষ্ট করে বলে হয়নি। আগামী সপ্তাহগুলোর মধ্যে কোন একদিন তাকে এফবিআই জিজ্ঞাসাবাদ করবে বলে একজনের ধারণা।
×