ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজীবন সম্মাননা পাচ্ছেন রানী সরকার

প্রকাশিত: ০০:২৫, ২ মে ২০১৬

আজীবন সম্মাননা পাচ্ছেন রানী সরকার

স্টাফ রিপোর্টার ॥ আজীবন সম্মাননা পাচ্ছেন চলচ্চিত্রাভীনেত্রী রানী সরকার। চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য তাঁকে এই পুরষ্কার দেয়া হবে। এ মাসের ১১ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তিনি এই পুরষ্কার গ্রহন করবেন। রানী সরকার বলেন, আমি খুবই আনন্দিত। আমি সাধারণ একজন মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যাডাম আমাকে যে পুরষ্কার দিচ্ছেন, মনে হচ্ছে আমার জনম সার্থক হলো। আমার অতীত জীবনের সব দুঃখ কষ্ট মুছে গেলো। মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই। যদি কখনো কোন অন্যায় করে থাকি আপনি আমাকে ক্ষমা করবেন। মাননীয় প্রধানমন্ত্রী দু’দফায় রানী সরকারকে বিশ লাখ টাকা দিয়ে সহায়তা করেছেন। রানী সরকার বলেন, দু’বার তারসঙ্গে দেখা হয়েছে, তিনি আমাকে বুকে জড়িয়ে নিয়ে আদর করেছেন। এ কথা সত্যি যে তিনি যদি আমাকে আর্থিক সহযোগিতা না করতেন তাহলে আমাকে পথে পথে ভিক্ষা করতে হতো। কিন্তু তিনি আমার শিল্পী জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার সম্মান বাঁচিয়েছেন। তার এই ঋণ কোনভাবেই শোধ হবার নয়। আল্লাহ সবসময়ই তাকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। রানী সরকারের জন্ম সাতক্ষীরার সোনাতলা গ্রামে। ১৯৫৮ সালে তিনি এ জে কারদারের নির্দেশনায় প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। এর নাম ছিল ‘দূর হ্যায় সুখ কা গাঁও’। এরপর রানী সরকার অভিনয় করেন এহতেশামের ‘চান্দা’ চলচ্চিত্রে। সে সময় ছবিতে তিনি চিত্রনায়িকা শবনমের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। এরপর রানী সরকার ‘তালাশ’, ‘বন্ধন’, ‘সঙ্গম’, ‘ইস ধারতি পার’, ‘পেয়সে’, ‘কেয়সে কাহু’, ‘আযান’, ‘কাঁচের দেয়াল’, ‘কাঁচ কাটা হীরে,’ ‘বেহুলা’, ‘আনোয়ারা’, ‘ছদ্মবেশী’, ‘ভাওয়াল সন্ন্যাসী’, ‘তিতাস একটি নদীর নাম’সহ বহু ছবিতে অভিনয় করেছেন।
×