ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বসাহিত্যের টুকরো খবর

প্রকাশিত: ০৪:২২, ২৯ এপ্রিল ২০১৬

বিশ্বসাহিত্যের টুকরো খবর

ভিয়েতনামে ইউরোপিয়ান লিটারেচার বুক ডে প্রথমবারের মতো ‘ইউরোপিয়ান লিটারেচার বুক ডে- ২০১৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে ভিয়েতনামের হো চি মিন শহরের নগুয়েন ভ্যান বিন বুক স্ট্রিটে। আগামী মে মাসের ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত এ বই উৎসব চলবে। ইউরোপের আটটি দেশের সম্প্রতি প্রকাশিত বেস্ট সেলিং বইগুলোসহ আরও কিছু আলোচিত বই থাকবে এ অনুষ্ঠানে। উৎসবে সহযোগিতা করছে হো চি মিন বুক স্ট্রিট অর্গানাইজেশন ও হ্যানয়ে অবস্থিত ফ্রেন্স দূতাবাসের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ প্রকাশনী। এ বছরের অনুষ্ঠান একটু ভিন্ন ধরনের বই নিয়ে হতে যাচ্ছে। কমেডি এ্যাডভেঞ্চার ধাঁচের বই বিশেষ করে ‘টিনটিন’ ও ‘লাকি লুক’। যেগুলো সম্প্রতি ইউরোপের বেস্ট সেলিং বই। ২০১১ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে ‘ইউরোপিয়ান লিটারেচার বুক ডে’। ভিয়েতনামের হ্যানয়ে সেবছর এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। রাজনৈতিক লেখক পাবেন অরওয়েল পুরস্কার রাশিয়ার বিখ্যাত লেখক জর্জ অরওয়েল। যিনি রাজনৈতিক উপন্যাস লিখে খ্যাতি পেয়েছিলেন। তার বিখ্যাত উপন্যাস ‘দ্যা এ্যানিমেল ফার্ম’। তৎকালীন রাশিয়ার শাসকদের ব্যঙ্গ করে লেখা হয় এই উপন্যাসটি। তার নাম অনুসারে দেয়া হয় অরওয়েল পুরস্কার। এ পুরস্কারটি অন্য পুরস্কারগুলো থেকে একটু আলাদা। শুধু রাজনৈতিক উপন্যাস লেখার কারণে প্রতি বছর এ পুরস্কার দেয়া হয়। অরওয়েল পুরস্কারের জন্য প্রাথমিক বাছাই সমাপ্ত হয়েছে। তবে এবারের মনোনীত ছয়টি উপন্যাসই মধ্যপ্রাচ্যের ঘটনা প্রবাহ নিয়ে। বইগুলো হচ্ছেÑ হ দ্যা নিউ থ্রেট ফ্রম ইসলামিক মিলিট্যান্সি (জেসন বুরকি) হ আদার পিপল’স মানি (জন কে) হ দ্যা টিয়ার’স অব রাজেস (ফার্ডিনান্ড মাউন্ট) হ দ্যা ইনভ্যানশন অব রাশিয়া (আরকাদি অস্ট্রোভসকি) হ দ্যা আররিভিইলিং (ইমা স্কাই) হ সারকিলিং দ্যা স্কয়ার (বেনডেল স্টিভেনসন) পুরস্কারের অর্থমূল্য তিন হাজার ইউরো। লন্ডন থেকে ২৬ মে চূড়ান্ত নাম ঘোষণা হবে। এরপর এই ছ’জন থেকে একজন পাবেন অরওয়েল সম্মাননা। নতুন প্রচ্ছদে ‘জঙ্গল বুক; মুগলী’ ‘জঙ্গল বুক, মুগলী’র নাম শুনলেই আমরা হারিয়ে যাই আমাদের শৈশবে। মনে পড়ে নিজেকেই চিন্তা করতাম জঙ্গলের নায়ক মুগলীর স্থানে। নানা রকম পশু-পাখির ডাক মনে পড়ে। মনে পড়ে বাঘ সিংহের সঙ্গে বসবাস। ১৮৯৪ সালে বিখ্যাত লেখক রুডইয়ার্ড ক্রিপলিং লেখেন এই শিশুতোষ উপন্যাসটি। সে সময় উপন্যাসটির প্রচ্ছদ এঁকেছিলেন তার বাবা জন লকইয়ার্ড ক্রিপলিং। এবার উপন্যাসটির পুনর্প্রচ্ছদ আঁকা হলো। রবার্ট জি ফ্রেশসন পুনরায় মুগলীর এ প্রচ্ছদ এঁকেছেন। ‘জঙ্গল বুক, মুগলী’র পরবর্তী প্রকাশনা এ প্রচ্ছদসহ বের হবে। ক্রিপলিংয়ের এ বইটি খুব বিখ্যাত একটি উপন্যাস। এ উপন্যাসটির কারণে তিনি অস্কারও পেয়েছিলেন।
×