ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভালুকায় কালাজ্বরের ঔষধ ছিটানোর কর্মসূচী স্থগিত

প্রকাশিত: ২৩:৪৬, ২২ এপ্রিল ২০১৬

ভালুকায় কালাজ্বরের ঔষধ ছিটানোর কর্মসূচী স্থগিত

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ ॥ ভালুকা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ষ্টোরে রক্ষিত ঔষধ ছিটানোর ১ শত ৯২ টি স্প্রে মেশিনের পিতলের লিভার চুরি হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিষয়টি জানাজানি হলে রাতেই ময়মনসিংহের সিভিল সার্জন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা স্বাস্থ্য ও প .প. কর্মকর্তা ডাঃ মোঃ হাফিজুর রহমান জানান, তিনি চুরির ঘটনা জানতে পেরে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছেন। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ষ্টোর রুম না থাকায় ট্রমা সেন্টারের একটি ওয়ার্ডে ওই স্প্রে মেশিন গুলো রাখা হয়। প্রতিটি মেশিনের আনুমানিক মূল্য প্রায় ২৫ হাজার টাকা। এ ঘটনার সাথে স্বাস্থ্য কেন্দ্রের কেউ সম্পৃক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য ২২ এপ্রিল থেকে ভালুকা উপজেলায় কালাজ্বরের ঔষধ ছিটানোর কর্মসূচী ছিল যা আপাতত স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। শুক্রবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
×