ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় চাচা ভাতিজার লড়াই

প্রকাশিত: ২১:২৪, ২১ এপ্রিল ২০১৬

গাইবান্ধায় চাচা ভাতিজার লড়াই

নিজস্ব সংবাদদতা, গাইবান্ধা ॥ তৃতীয় ধাপের নির্বাচনে গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে ২৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে খোলাহাটী ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বর পদে চাচা-ভাতিজার লড়াই বেশ জমে উঠেছে। জানগেছে, চাচা নজিব উদ্দিন বিডিআর (মোরগ) এবং ভাতিজা মাছুদ রানা (বৈদ্যুতিক ফ্যান) প্রতীক নিয়ে ২নং ওয়ার্ডে একই এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে কে হবে এলাকা মেম্বর? এ নিয়ে চলছে ভোটারদের মাঝে নানা জল্পনা-কল্পনা। তাই চায়ের দোকানগুলোতে চাচা-ভাতিজাকে নিয়ে বেশ হাসি মসকরা চলছে। কেউ বলতেছে চাচা প্রবীণ ব্যক্তি হলেও ভাতিজা মাছুদ রানা ফ্যান মার্কায় বেশি ভোট পাবে। আবার অনেকে বলছেন চাচা-ভাতিজার লড়াইয়ের মধ্যদিয়েই অন্য প্রার্থী জয়ী হয়ে মেম্বর হবে।
×