ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চেলসি-ম্যানসিটির মর্যাদার লড়াই

প্রকাশিত: ০৫:০০, ২১ ফেব্রুয়ারি ২০১৬

চেলসি-ম্যানসিটির মর্যাদার লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট এফএ কাপ। টুর্নামেন্টের পঞ্চম রাউন্ডে আজ মাঠে নামছে ফেবারিট দুই দল চেলসি ও ম্যানচেস্টার সিটি। পরিসংখ্যানগতভাবে এই আসরে চেলসি এগিয়ে। চতুর্থ সর্বোচ্চ সাতবার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়েছে তারা। আর এই শিরোপা পাঁচবার ঘরে তুলেছে ম্যানচেস্টার সিটি। সর্বশেষ ২০১০-১১ মৌসুমে এফএ কাপের চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানসিটি। তার আগের মৌসুমে শেষ এই শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল চেলসি। দীর্ঘদিন পর আবারও এফএ কাপের শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যেই আজ মাঠে নামছে ইংলিশ ফুটবলের শক্তিশালী এই দুই দল। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দিবে গাস হিডিঙ্কের দল। তবে এফএ কাপের পঞ্চম রাউন্ডের এই ম্যাচটি একদিন আগেই খেলতে চেয়েছিল ম্যানুয়েল পেলেগ্রিনির দল। কারণ এই ম্যাচের ২৪ ঘণ্টা পরই যে ডায়নামো কিয়েভের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগের লড়াইয়ে নামবে তোরে-এ্যাগুয়েরোরা! কিন্তু শেষ পর্যন্ত পুরনো সূচীতেই খেলতে নামছে দুই দল। তবে সাম্প্রতিক সময়টা ভাল কাটছে না কোন দলেরই। কারণ গত সপ্তাহেই উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে ২-১ গোলে হার মানে গাস হিডিঙ্গের দল। লীগেও বাজে সময় পার করছে অস্কার-কোস্তারা। অন্যদিকে প্রিমিয়ার লীগে শেষ দুই ম্যাচের দুটিতেই হেরেছে ম্যানচেস্টার সিটি। জুভেন্টাসকে মাটিতে নামালো বোলোগনা স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি’এ লীগে জুভেন্টাসকে রুখে দিয়েছে তুলনামূলক খর্ব শক্তির দল বোলোগনা। শুক্রবার টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে তারা। এর ফলে সিরি’এ লীগে টানা ১৫ ম্যাচে জয়ের পর থামলো ম্যাসিমিলিয়ানো এ্যালিগ্রির শিষ্যরা। শুক্রবার রাতে বোলাগনার ঘরের মাঠ স্ট্যাডিও রেনাতো দাল’আরাতে আতিথিয়েতা নিতে যায় জুভেন্টাস। তবে ম্যাচে কয়েকটি ভাল সুযোগ পেলেও তা থেকে গোল আদায় করতে পারেনি সফরকারীরা। শেষ পর্যন্ত ড্র করেই মাঠ ছাড়ে দুই দল। এদিকে এ ম্যাচে ড্র করার পরও লীগে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে জুভেন্টাস। ২৬ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে তারা। যদিও এক ম্যাচ কম খেলা নেপোলীর পয়েন্ট ৫৬। যে কারণে নেপোলী নিজেদের পরের ম্যাচে জয় পেলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিবে।
×