ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আলুর ছবি ৮ কোটি টাকা!

প্রকাশিত: ০৫:৩১, ২৬ জানুয়ারি ২০১৬

আলুর ছবি ৮ কোটি টাকা!

খ্যাতিমান চিত্রগ্রাহকদের তোলা ছবি সবসময়ই অনেক দামে বিক্রি হয়। শিল্প সমঝদাররা বরাবরই এসব ছবি সংগ্রহের জন্য মুখিয়ে থাকেন। আবার অনেক ব্যবসায়ী আছেন যারা বিখ্যাত চিত্রগ্রাহকদের তোলা ছবি কিনে নিজের অফিস বা বাড়ির সৌন্দর্য বাড়ান। তাই বলে স্রেফ একটি আলুর ছবি যে কেউ ১০ লাখ ইউরো বা সাড়ে আট কোটি টাকা দিয়ে কিনবেনÑ সেটি ভাবা বোধহয় বাড়াবাড়ি হবে, তাই না? অথচ সম্প্রতি এমনটিই ঘটেছে। ক্যাভিন এ্যাবোশ নামে এক আইরিশ চিত্রগ্রাহক একটি জৈব আলুর ছবি তুলেছিলেন। ছবিটির পেছনে ছিল কালো পটভূমি। সেই ছবিটিই ইউরোপের এক নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ী কিনে নিয়েছেন পুরো ১০ লাখ ইউরো দিয়ে। ক্যাভিনের পোর্টফোলিওতে বিখ্যাত পরিচালক স্টিফেন স্পিলবার্গ, মিশেল পলিন, ফেসবুকের শেরিল স্যান্ডবার্গ এবং পাক মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাইয়ের পাশেই আলুটির ছবি স্থান পেয়েছে। এই আলুর ছবির তিনটি সংস্করণ আছে। একটি রয়েছে ক্যাভিনের নিজস্ব সংগ্রহে, একটি তিনি সার্বিয়ার একটি জাদুঘরে দান করেছেন আর অন্যটি কিনে নিয়েছেন ওই ব্যবসায়ী। ক্যাভিন বলেছেন, ২০১০ সালে ছবিটি তোলা হয়েছিল। এর দুই সপ্তাহ পরে ছবির দাম নির্ধারণ করেন তিনি। সবশেষ এই ছবিই সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে বলেও জানান ক্যাভিন। তবে এ ছবি কেন এত দাম দিয়ে ওই ব্যবসায়ী কিনেছেন সে সম্পর্কে কিছু বলতে পারেননি এই চিত্রগ্রাহক ক্যাভিন। নিজের অন্য ছবির বিশেষ সিরিজের মতোই এটি তুলেছিলেন তিনি। -সানডে টাইমস অবলম্বনে
×