ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গাইবান্ধা নিউমার্কেটে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

প্রকাশিত: ২৩:৪৩, ২৩ জানুয়ারি ২০১৬

গাইবান্ধা নিউমার্কেটে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধা নিউ মার্কেটে দীর্ঘ ৩ বছর ধরে টয়লেট ও পানি সরবরাহ ব্যবস্থা না থাকার প্রতিবাদে শনিবার ব্যবসায়িরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে। নিউমার্কেট ব্যবসায়ি সমিতি ও কর্মচারী ইউনিয়ন যৌথভাবে এই ধর্মঘট আহবান করে। তারা নিউমার্কেটের প্রধান গেটসহ সকল গেটে তালা লাগিয়ে দেয়। ফলে গ্রাহকরা ভেতরে ঢুকতে পারছে না এবং প্রয়োজনীয় কেটাকাটা করতে পারছে না। ফলে অনেকেই সমস্যার মুখে পড়েছে। এব্যাপারে ব্যবসায়ি সমিতির পক্ষে আব্দুস সালাম জানান, এই মার্কেটে ২শ’ দোকান রয়েছে। এসব দোকানের মালিক ও কর্মচারি এবং গ্রাহকদের জন্য এক সময় ৩টি পাকা ল্যাট্রিন, ৪টি প্রসাবখানা ও ১টি নলকুপ ছিল। সেই স্থানটি বন্ধ করে দিয়ে ৩তলা ভবন নির্মাণ করা হয়েছে। ফলে ব্যবসায়ি, কর্মচারিরা ও মার্কেটে আসা গ্রাহকরা বিপাকে পড়েছে। তিনি আরও জানান, যতক্ষন পর্যন্ত টয়লেট ও পানি সরবরাহ ব্যবস্থা না হবে ততদিন পর্যন্ত লাগাতার এই ধর্মঘট অব্যাহত থাকবে।
×