ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লিকুইড বায়োপসি

প্রকাশিত: ০৬:৩১, ১৩ জানুয়ারি ২০১৬

লিকুইড বায়োপসি

‘লিকুইড বায়োপসি’ রক্তপরীক্ষার মাধ্যমে লক্ষণ দেখা দেয়ার আগেই ক্যান্সার নির্ণয় সম্ভব বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সানডিয়াগোভিত্তিক জিন সিকোয়েন্সিং প্রতিষ্ঠান ইলুুমিনা। অর্থাৎ লক্ষণ দেখা দেয়ার আগেই দ্রুতগতির জেনেটিক সিকোয়েন্সিং প্রযুক্তি ব্যবহার করে রক্তে টিউমার কোষের আলামত খুঁজে দেখা হবে। টিউমার কোষে জেনেটিক মিউটেশন করা হবে এ ধরনের পরীক্ষাতে। ক্যান্সারের চিকিৎসা কতটুকু কার্যকর প্রভাব ফেলছে সেটা যাচাই করার জন্য ‘লিকুইড বায়োপসি’ পরীক্ষার প্রচলন রয়েছে। -ওয়েবসাইট
×