ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্রহ্মপুত্র থেকে বালু উত্তোলনে কয়েক ’শ বিঘা ফসলী জমি নদে বিলীন হওয়ার পথে

সোনারগাঁয়ে কৃষি জমি ভরাট

প্রকাশিত: ০৫:২৮, ৯ জানুয়ারি ২০১৬

সোনারগাঁয়ে কৃষি জমি ভরাট

সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ৮ জানুয়ারি ॥ সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়নের ইমানেরকান্দী এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে অবাধে বালু উত্তোলনের মহাউৎসব চলছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে শক্তিশালী ড্রেজার বসিয়ে নদ থেকে বালু উত্তোলন করে কৃষি জমি ভরাট করছে। এতে হুমকির মুখে পড়েছে ৪৭নং ইমানেরকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও এলাকার কয়েক শ’ বিঘা ফসলী জমি নদে বিলিন হওয়ার পথে। বালু উত্তোলনের নেতৃত্ব দিচ্ছেন সনমান্দী ইউনিয়নের প্রভাবশালী আজিজুল ইসলাম মুকুলের বড় ভাই কামরুল ইসলাম বাবুল। অবৈধ বালু উত্তোলনে এলাকাবাসী বাধা দিতে গেলে মামলাসহ প্রাণ নাসের হুমকি প্রদান করে বালু সন্ত্রাসীরা। জানা গেছে, উপজেলা এলাকার মধ্য দিয়ে ভয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ। ব্রহ্ম নদ থেকে বালু খেকোরা অবৈধভাবে বালু উত্তোলনের ফলে আশপাশের গ্রাম অনেক অংশেই নদে ভেঙ্গে গেছে। সনমান্দী ইউনিয়নের স্থানীয় আওয়ামী লীগের নাম ভাঙ্গীয়ে কামরুল ইসলাম বাবুলের নেতৃত্বে মিজান, আলেক মিয়া, আঃ সামাদ ও মুছতু মিয়াসহ প্রায় ১০-১২ জনের একটি শক্তিশালী বালু সন্ত্রাসী সিন্ডিকেট করে প্রায় ২০ দিন যাবত অবৈধভাবে নদ থেকে বালু উত্তোলন করে আসছে। দুইটি শক্তিশালী ৬ ইঞ্চি মিনি ড্রেজারের মধ্যে ইতোমধ্যে ওই এলাকার শফি, দুলাল, মহসিন, শহিদুল্লাহসহ কয়েকজনের কৃষি জমি ভরাট করেছে বলে জানা গেছে। বালু খেকো কামরুল ইসলাম বাবুল জানান, বালু উত্তোলন করছি মসজিদের জমি ভরাটের জন্য। ইউনিয়নের চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু বিষয়টি জানেন। চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু জানান, এ বিষয়ে আমি কোন কিছু জানি না। যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমি প্রসাশনকে সহযোগিতা করব। উপজেলা কমিশনার (ভূমি) এস এম জাকারিয়া জানান, ইউনিয়ন তহসিলদার ও পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঁঞা জানান, বিষয়টি জানার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ ও ভূমি কর্মকর্তাদের পাঠানো হয়েছে। তাদের গ্রেফতারের অভিযান পরিচালনা করা হচ্ছে।
×