ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধ নিয়ে মল্লিকার গান

প্রকাশিত: ০৩:২৮, ২১ ডিসেম্বর ২০১৫

মুক্তিযুদ্ধ নিয়ে মল্লিকার গান

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ টেলিভিশনের ‘গান চিরদিন’ অনুষ্ঠানে বিজয় দিবসের বিশেষ আয়োজনে সম্প্রতি একটি মৌলিক গান গাইলেন প্রতিভাময়ী সঙ্গীত শিল্পী মল্লিকা। ‘হে বীর তোমাদের জন্য শ্রদ্ধার ফুল’ শিরোনামে গানটির কথা লিখেছেন দেশের প্রখ্যাত গীতিকার ও সুরকার বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল। মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগ স্বীকারকারী বীর শহীদ এবং মুক্তিযোদ্ধাদের স্মরণে তাঁদের প্রতি উৎসর্গ করে এই গানটি গেয়েছেন শিল্পী মল্লিকা। গানটি পহেলা ডিসেম্বর থেকে শুরু করে মাসব্যাপী বিভিন্ন সময়ে বিটিভিতে প্রচার করা হবে। উচ্চাঙ্গ সঙ্গীতের উদীয়মান তারকা শিল্পী মল্লিকার ইতোমধ্যে প্রায় দশটি একক এ্যালবাম প্রকাশ হয়েছে। সর্বশেষ লেজার ভিসন থেকে প্রকাশিত মল্লিকার মৌলিক গানের এ্যালবাম ‘প্রেমের দীর্ঘ পথ’ শ্রোতা মহলে জনপ্রিয়তা পেয়েছে।
×