ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফাইনালে মুখোমুখি চট্টগ্রাম আবাহনী-ইস্ট বেঙ্গল

শিরোপা ফয়সালা আজ

প্রকাশিত: ০৫:৪২, ৩০ অক্টোবর ২০১৫

শিরোপা ফয়সালা আজ

রুমেল খান, চট্টগ্রাম থেকে ॥ সেমির দুটি লড়াই শেষ। ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ম্যাচ আজ। আর তাতে মুখোমুখি এপার বাংলা বনাম ওপার বাংলা। সুদৃশ্য ট্রফিটি হাসিল করার জন্য এমএ আজিজ স্টেডিয়ামে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চর্মগোলক-দ্বৈরথে অবতীর্ণ হবে চট্টগ্রাম আবাহনী লিমিটেড বনাম কিং ফিশার ইস্ট বেঙ্গল ক্লাব (খেলাটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন)। তাদের খেলা দিয়েই যবনিতাপাত ঘটবে আলোচিত এই ফুটবল যজ্ঞের। চূড়ান্ত মহারণে অবতীর্ণ হওয়ার আগে বৃহস্পতিবার দুই দলই শেষবারের মতো অনুশীলন করে নিজেদের ঝালিয়ে নেয়। স্বাগতিক চট্টগ্রাম আবাহনী বন্দর মাঠে অনুশীলন করে। তার আগে দলটির কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, ‘চ্যাম্পিয়নের দাবিদার হিসেবে ফাইনালে জিতে শিরোপাটা হাতে নিতে চাই। সে জন্য কঠোর পরিশ্রমের কোন বিকল্প নেই। খেলোয়াড়রা যদি শতভাগ চেষ্টা করে এবং ভাগ্য তাদের সহায় থাকে, তাহলে চট্টগ্রাম আবাহনীই চ্যাম্পিয়ন হবে। শুধু আবাহনীই নয়, এটা হবে বাংলাদেশের জন্যই অর্জিত শিরোপা।’ মানিক আরও যোগ করেন, ‘আশা করি এই টুর্নামেন্টের মাধ্যমে চট্টগ্রামের ফুটবল আবারও তার হারানো ঐতিহ্য ও গৌরব ফিরে পাবে।’ দর্শক-সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, ‘সন্দেহতীতভাবেই দর্শকরা আমাদের জন্য আশীর্বাদ এবং অনুপ্রেরণার উৎস।’ প্রতিপক্ষ সম্পর্কে মূল্যায়ন? ‘অবশ্যই ইস্ট বেঙ্গল শক্ত প্রতিপক্ষ। ফাইনালের আগে চার ম্যাচই আমাদের জন্য খুব কঠিন ছিল। ফিটনেসের দিক থেকে তারা আমাদের চেয়ে এগিয়ে। মানসিক শক্তি দিয়ে আশা করি আমার ছেলেরা সেটা কাটিয়ে উঠতে পারবে। তাছাড়া এখনও ওরা অপরাজিত, এটাও তাদের একটি প্লাস পয়েন্ট।’ গ্রুপ ম্যাচে ইস্ট বেঙ্গলের কাছেই হেরেছিল চট্টলার ক্লাবটি। ‘এটাকে প্রতিশোধের ম্যাচ হিসেবে ভাবছি না। নিজেদের খেলা ও জয় নিয়েই ভাবছি।’ বিষয়টি এড়াতে চাইলেন মানিক। মানিক আরও জানান, প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গল সম্পর্কে ভাল ধারণা না থাকায় তাদের কাছে হেরেছিল তার দল। এখন তাদের সম্পর্কে ভাল ধারণা হয়েছে। আত্মবিশ্বাস আছে এবার ওদের হারানোর বিষয়ে। ফাইনাল ম্যাচ। ফেবারিট কারা? ‘কেউই ফেবারিট নয়। বরং বলব উভয় দলেরই চান্স ফিফটি-ফিফটি। ফাইনালে আমাদের লক্ষ্য থাকবে যেন সিলি মিসটেকগুলো না হয়।’ মানিকের স্বগোক্তি। ইস্ট বেঙ্গলের কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য্য বলেন, ‘আমাদের দেশের সাংবাদিকরাই এখানে আসার আগে আমাদের আন্ডার এস্টিমেট করেছিল! সেই আমরাই এখন ফাইনালে উঠে তাদের উপযুক্ত জবাব দিয়েছি। গ্রুপ ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছি। কিন্তু সেটা এখন অতীত। তারা নিশ্চয়ই হারার জন্য খেলবে না ফাইনালে।’ দলের বিদেশী ফুটবলার সম্পর্কে বিশ্বজিৎ বলেন, ‘আমাদের দলে বিদেশী ফুটবলার আছে ঠিকই, কিন্তু তাদের ওপর আমরা পুরোপুরি ভরসা করি না। উদাহরণ দিচ্ছি। এবার ঘরোয়া লীগে আমরা করেছি ৪৮ গোল। এর মাত্র ১৪ গোল করেছে আমাদের বিদেশীরা। আর বাকি সব গোলই করেছে দেশীয়রা। ছেলেরা জানে মাঠে তাদের কি করতে হবে। হয় তো লক্ষ্য করেছেন, খেলা চলার সময় আমি কিন্তু ডাগআউটে খুব একটা চিৎকার করি না।’ তিনি আরও যোগ করেন, ‘আমি ভগবানে বিশ্বাস করি। আমরাই জিতব। আমার দলের খেলোয়াড়রা মূলত অনিয়মিত ছিল। অথচ দেখুন এদের নিয়েই টুর্নামেন্টে এতদূর আসতে পেরেছি। এখন আপ্রাণ চেষ্টা করব বাকি পথটুকুও পাড়ি দিতে। যোগ্যতা প্রমাণের লড়াই এটা।’ দলের কোরিয়ান ফরোয়ার্ড ডু ডং খেলবে কি না, সেটা ম্যাচের আগে ওর ফিটনেস টেস্ট করে ঠিক করবেন বলে জানান বিশ্বজিৎ। আরও বলেন, দলে বড় কোন চোট সমস্যা নেই। এ টুর্নামেন্টে প্রতি খেলার মাঝে গ্যাপ খুব কম ছিল। একটু বেশি গ্যাপ থাকলে চোট সমস্যা আরও কত হতে পারত। উল্লেখ্য, দেশের বাইরে ইস্ট বেঙ্গল সর্বশেষ কোন শিরোপা জিতেছে ২০০৩ সালে, ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এএফসি আসিয়ান টুর্নামেন্টে। সেমিতে ঢাকা মোহামেডানকে ৩-০ গোলে হারায় ভারতের ইস্ট বেঙ্গল ক্লাব। পক্ষান্তরে এবং চট্টগ্রাম আবাহনী ৩-১ গোলে হারায় আফগানিস্তানের ডি স্পিন ঘার বাজান ফুটবল ক্লাবকে। এখন দেখার বিষয়, আজকের ফাইনালে জিতে শিরোপায় চুমু খেতে পারে কোন দল।
×