
স্টাফ রিপোর্টার ॥ জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ পুরস্কার এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের দেয়া ‘আইসিটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ এ্যাওয়ার্ড প্রাপ্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।
শনিবার এক অভিনন্দন বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় সুদূরপ্রসারী পদক্ষেপ নেয়া এবং তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ ব্যাপক সফলতা অর্জন করায় প্রধানমন্ত্রী যে দুটি পুরস্কারে ভূষিত হয়েছেন সে জন্য জাতি আজ গর্বিত ও আনন্দিত। তিনি আরও বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বিশ্বের বুকে মাথা উঁচু করে। আর এ দুটি পুরস্কার বাংলাদেশ এগিয়ে যাওয়ার সনদ বহন করে।