ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাধারণ বিজ্ঞান

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৫১, ৯ সেপ্টেম্বর ২০১৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ৩৩. কোন উপগ্রহ পৃথিবী পৃষ্ঠের সুস্পষ্ট চিত্র দিতে পারে? ক) যোগাযোগ খ) গোয়েন্দা গ) আবহাওয়া ঘ) পৃথিবী পর্যবেক্ষণকারী ৩৪. এ্যালুমিনিয়ামের তৃতীয় শক্তিস্তরে কয়টি ইলেকট্রন রয়েছে? ক) ৮টি খ) ২টি গ) ৫টি ঘ) ৩টি ৩৫. মহাকাশযাত্রার সূচনাকারী দেশ কোনটি? ক) সোভিয়েট ইউনিয়ন খ) যুক্তরাষ্ট্র গ) ভারত ঘ) চীন ৩৬. কোনটি গড়ষষঁংপধ পর্বের প্রাণী? ক) কাঁকড়া খ) জোঁক গ) তারামাছঘ) ঝিনুক ৩৭. পৃথিবীর উপগ্রহ কয়টি? ক) ১টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি ৩৮. রোধের এস আই একক কোনটি? ক) ভোল্ট খ) কুলম্ব গ) ওহম ঘ) এ্যাম্পিয়ার ৩৯. গুরুমিস্তিষ্ক ও পনস এর মাঝখানে কোনটি অবস্থিত? ক) লঘুমস্তিষ্ক খ) মধ্যমস্তিষ্ক গ) সেরিবেলাম ঘ) মেডুলা ৪০. কোনটি কেঁচোর চলাচলে সাহায্য কের? ক) নালীপথ খ) সিটা গ) ক্ষণপদ ঘ) এ্যান্টেনা ৪১. অভিকর্ষজ তরণ প্রকাশের প্রতীক কোনটি? ক) ঋ খ) গ গ) ঝ ঘ) ম ৪২. নিচের কোনটিতে রাইজোম দেখা যায়? ক) কচু খ) কলা গ) পুদিনা ঘ) পিয়াজ ৪৩. নিউট্রন সংখ্যা জানতে হলে মৌলের- র. পারমাণবিক সংখ্যা জানতে হবে রর. ইলেকট্রন সংখ্যা জানতে হবে ররর. ভর সংখ্যা জানতে হবে নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) ররর ঘ) রর ৪৪. একটি ক্যামেরায় কয়টি অংশ থাকে? ক) ৫টি খ) ৭টি গ) ৪টি ঘ) ৯টি ৪৫. যে সকল প্রাণী উদ্ভিদভোজী তারা কোন স্তরের খাদক? ক) প্রথম স্তরের খ) দ্বিতীয় স্তরের গ) তৃতীয় স্তরের ঘ) সর্বোচ্চ স্তরের ৪৬. কোন অঙ্গেল সাহায্যে উদ্ভিদ পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে? ক) পাতা খ) মূল গ) কা- ঘ) বৃন্ত ৪৭. তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ রোধের কীরূপ পরিবর্তন ঘটবে? ক) এক চতুর্থাংশ খ) অর্ধেক গ) দ্বিগুণ ঘ) চারগুণ উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও কোষ বিভাজন প্রক্রিয়ার একটি পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাবে বিভক্ত হয়ে যায়। এ পর্যায় ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপত্য ক্রোমোজোম উৎপন্ন হয়। ৪৮. ল্যাকটিক এসিড থাকে কোনটিতে? ক) প্রোফেজ খ) মেটাফেজ গ) এ্যানাফেজ ঘ) টেলোফেজ ৪৯. উদ্ভিদের পরিবহন কলাগুচ্ছ হলো- র. জাইলেম রর. ফ্লোয়েম ররর. প্যারেনকাইমা নিচের কোনটি সঠিক? ক) স্পিন্ডল তন্তু খ) সেন্ট্রোমিয়ার গ) নিউক্লিওলাস ঘ) ক্রোমোজোম ৫০. ঐ২ঈঙ৩ একটি খনিজ এসিড। কারণ এটি- র. শক্তিশালী তাই ক্ষয়কারক রর. অজৈব পদার্থ থেকে তৈরি হয় ররর. জীব দেহে তৈরি হয় না নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর সঠিক উত্তর ৩২. (গ) ৩৩. (ঘ) ৩৪. (ঘ) ৩৫. (ক) ৩৬. (ঘ) ৩৭. (ক) ৩৮. (গ) ৩৯. (খ) ৪০. (খ) ৪১. (ঘ) ৪২. (ঘ) ৪৩. (খ) ৪৪. (খ) ৪৫. (ক) ৪৬. (খ) ৪৭. (খ) ৪৮. (ক) ৪৯. (ক) ৫০. (গ)
×