ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:৫১, ১ জুলাই ২০১৫

নবম শ্রেণির পড়াশোনা

খ) পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু ৮. উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত প্রথম গৃহীত হয়েছিল। ক) ১৯৪৭ সালের ডিসেম্বরে খ) ১৯৪৭ সালের নভেম্বরে গ) ১৯৪৭ সালের অক্টোবরে ঘ) ১৯৪৭ সালের সেপ্টেম্বরে ৯.পাকিস্তানের গণপরিষদে কোন সদস্য উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান? ক) শামসুল হক খ) হোসেন শহিদ সোহরাওয়ার্দী গ) ধীরেন্দ্রনাথ দত্ত ঘ) সুরঞ্জিত সেন গুপ্ত ১০. ১৯৫২ সালের ২৬ জানুয়ারি – নাজিমুদ্দিন খান কোন দায়িত্বপ্রাপ্ত ছিলেন? ক) পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী খ) পাকিস্তানের প্রধানমন্ত্রী গ) পাকিস্তানের স্পিকার ঘ) প্রাদেশিক আইন সভার স্পিকার ১১. ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসের কত তারিখে ঢাকায় ছাত্র ধর্মঘট পালিত হয়? ক) ৪ ফেব্রুয়ারি খ) ৬ ফেব্রুয়ারি গ) ১২ ফেব্রুয়ারি ঘ) ১৫ ফেব্রুয়ারি ১২. ১৯৫২ সালের ফেব্রুয়ারির উল্লেখযোগ্য ঘটনা হলো- র) ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল রর) মিছিলে লাঠিচার্জ ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ ররর) মিছিলে পুলিশের গুলিবর্ষণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ওররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৩. গত কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। পাকিস্তান আমলে এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেই র) জিন্নাহ এসেছিলেন রর) উর্দুকে রাষ্ট্রভাষা করার কথা বলা হয় ররর) বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দেওয়া হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ওররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
×