ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পৌরনীতি ও সুশসান ১ম পত্র

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৪:০৬, ২৫ মে ২০১৫

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২০. অধ্যাপক হল্যান্ড আইনের কয়টি উৎসের কথা বলেছেন? ক) ২টি খ) ৪টি গ) ৫টি ঘ) ৬টি ২১. নৈতিকতা মূলত কীরূপ ব্যাপার? ক) রাজনৈতিক খ) সামাািজক গ) ধর্মীয় ঘ) অর্থনৈতিক ২২. ই-গভর্নেন্স- ক) প্রমাসনিক ব্যয় বৃদ্ধি পায় খ) প্রশাসনিক বয় হ্রাস পায় গ) প্রশাসনিব ব্যয় স্থির থাকে ঘ) প্রশাসনিক ব্যয় শূন্য থাকে ২৩. রাজনৈতিক সংস্কৃতিতে মানুষের ভাবের অভিব্যক্তি ও অন্তর্নিহিত দিকের প্রকাশের কথা বলেছেণ কে? ক) লুসিয়ান পাই খ) গেটেল গ) অ্যালান বল ঘ) বেন্থাম ২৪. সুশাসন কীভাবে পরিচালিত হয়? ক) আইনের শাসন খ) শাসন গ) জনসংখ্যা নিয়ন্ত্রণ ঘ) সাংবিধানিক কাঠামো ২৫. আইনসভার সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কতটি? ক) ৩০টি খ) ৪০টি গ) ৫০টি ঘ) ৬০টি ২৬. ই-গভর্ন্যান্সের প্রতিবন্ধকতা হচ্ছে- র. আইনগত কাঠামোর অভাব রর. অপর্যাপ্ত মানবসম্পদ ররর. স্থানীয় কোম্পানির দুর্বলতা নিচের কোনটি সঠিক? ক) র, ও রর খ) র, ও রর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ২৭. বাংলাদেশে জনগণ কাকে নির্বাচিত করে শাসনকার্যে অংশ নেয়? ক) মন্ত্রিসভার সদস্য খ) স্পিকার গ) সংসদ সদস্য ঘ) প্রধানমন্ত্রী ২৮. সুশাসনের মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব- র. জনগণের সরকার প্রতিষ্ঠা করে রর. স্বাধীন ও নিরপেক্ষ প্রশাসনের মাধ্যমে ররর. ক্ষমতার কেন্দ্রীকরণ করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ২৯. সুশাসনের একটি সমস্যা হলো- ক) বড় বড় অট্টালিকার অভাব খ) সম্মোহনী নেতার অভাব গ) জবাবদিহিতার অভাব ঘ) দাতা দেশগুলোর সমর্থনের অভাব ৩০. নির্বাচনে অংশ নেয়া কোন ধরনের অধিকার? ক) নৈতিক খ) সামাজিক গ) অর্থনৈতিক ঘ) রাজনৈতিক ৩১. সুশাসনের পথে অন্যতম বাধা কোনটি? ক) প্রত্যক্ষ নির্বাচন খ) ছাত্র রাজনীতি গ) পরোক্ষ নির্বাচন ঘ) সন্ত্রাস ৩২. এশিয় উন্নয়ন ব্যাংক কোন পদ্ধতিকে সুশাসনের মূল রাজনৈতিক বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করেছে? ক) দার্শনিক খ) ঐতিহাসিক গ) অংশগ্রহণমূলক ঘ) বৈজ্ঞানিক ৩৩. নাগরিকতা স্বানীয় রূপলাভ করে যখন নাগরিক- র. স্থানীয় এলাকার সদস্য হয়ে সুবিধা ভোগ করে রর. নিজ এলাকার উন্নয়ন কাজে সহযোগিতা করে ররর. সার্কের প্রতিনিধি হয়ে নেপালে যায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ৩৪. ′আইন হচ্ছে নিম্নতমের প্রতি উদ্বর্ধতন রাজনৈতিক কর্তৃত্বের আদেশ;-উক্তিটি কার? ক) টমাস হবাস খ) অধ্যাপক হল্যান্ড গ) জন অস্টিন ঘ) স্যাভিনি ৩৫. ′সিভিস ও সিভিটাস′ শব্দের অর্থ কী? ক) দেশ ও রাষ্ট্র খ) রাষ্ট্র নগর গ) নাগরিক ও নগররাষ্ট্র ঘ) নগররাষ্ট্র ও নাগরিক ৩৬. সুশাসন শব্দটি ব্যপকভাবে আলোচিত হয় কোথায়? ক) সমাজতান্ত্রিক রাষ্ট্রে খ) রাজতান্ত্রিক রাষ্ট্রে গ) গণতান্ত্রিক রাষ্ট্রে ঘ) প্রজাতান্ত্রিক রাষ্ট্রে ৩৭. জাতীয়তাবাদ সভ্যতাকে বিকশিত করে কিসের মাধ্যমে? ক) দেশপ্রেম খ) প্রতিভার বিকাশ গ) ভালোবাসা ঘ) বিভেদ ৩৮. রাজনৈতিক সংস্কৃতির মান সুস্থ ও সবল হওয়া উচিত- র. সুষ্ঠু জনমত গঠনের জন্য রর. সুষ্ঠু রাজনৈতিক দল গঠনের জন্য ররর. সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার জন্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র,রর ও ররর ৩৯. দুর্নীতি নিয়ন্ত্রণ করার জন্য- র. ই-গভর্ন্যান্স যন্ত্রপাতি ব্যবহার করতে হবে রর. স্বচ্ছ সংগ্রহ পদ্ধতি প্রতিষ্ঠা করতে হবে ররর. কার্যকর ন্যায়পাল প্রতিষ্ঠা করতে হবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ৪০. জেনোফোবিয়া বলতে কী বোঝায়? ক) স্বজাতবোধ খ) বিদেশিদের প্রতি অহেতুক ঘৃণা গ) নাগরিকতা ঘ) বিদেশি নাগরিকতা ৪১. ই-গভর্নেন্স চালু হলে- র. আমলাতান্ত্রিক জটিলতা বৃদ্ধি পায় রর. স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় ররর. প্রশাসনিক কাজে খরচ বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক? ক) র, ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ৪২. দুর্বল শাসনব্যবস্থ ব্যবস্থাক থেকে উত্তরণের ক্ষেত্রে কোনটি সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে? ক) নৈতিক চরিত্র খ) জবাবদিহিতা গ) আইনের প্রয়োগ ঘ) ধর্মীয় মূল্যবোধ ৪৩. জাতি ও জাতীয়তা মুলত- র. এক রর. অভিন্ন ররর. ভিন্ন নিচের কোনটি সর্ঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ৪৪. "দেশের উন্নয়নের প্রতিটি স্তরের জন্য সুশাসন আবশ্যক।" কে বলেছেন? ক) ওখঙ খ) ওগঋ গ) টঘউচ ঘ) ডঙজখফ ইঅঘক ৪৫. ‘অধিকার হচ্ছে ব্যক্তির সর্বোত্তম ব্যক্তিত্ব বিকাশের উপযোগী সেসব প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সেগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হয়।’-একথা কে বলেছেন? ক) ই. এম হোয়াইট খ) অধ্যাপক বার্কার গ) টমাস হিল গ্রিন ঘ) বোসানকোয়েত ৪৬. রাজনৈতিক চেতনাবোধ থেকে কী তৈরি হয়? ক) জাতীয় ঐক্য খ) অর্থনৈতিক স্বাধীনতা গ) চারিত্রিক উন্নতি ঘ) জাতীয়তাবোধ ৪৭. ৫ম সংশোধনী বাতিল হয় কত সালে? ক) ২০০৩ খ) ২০০৪ গ) ২০০৫ ঘ) ২০০৬ ৪৮. তথ্য অধিকারের বিষয়টি মূলত কোথায় সীমাবদদ্ধ? ক) গ্রামে খ) জেলায় গ) বিভাগে ঘ) রাজধানীতে উদ্দীপকটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও: সাইফ সাহেব একটি পত্রিকার বিপোর্টার। তিনি কুমিল্লা শহরের একটি গুরুত্বপূর্ণ স্থানের রাস্তা মেরামত করার ব্যাপারে একটি রিপোর্ট ছাপান। ফলে দেখা গেল কিছুদিনের মধ্যেই সরকারি লোকজ্ন রাস্তাটি পরিদর্শন করল এবং দ্রুত মেরামতের কাজ শুরু কর। ৪৯. নেতৃত্বের জন্য কী প্রয়োজন? ক) শুধু কঠোরতা খ) কঠোরতা ও কোমলতা গ) শুধু কোমলতা ঘ) হৃদয়হীনতা ৫০. ব্যক্তির স্বইচ্ছা অনুসারে কাজ করা হলে এটিকে কী বলা হয়? ক) অধিকার খ) পরাধীনতা গ) স্বাধীনতা ঘ) সুস্পষ্টতা সঠিক উত্তর : ১. (খ) ২. (খ) ৩. (গ) ৪. (ক) ৫. (খ) ৬. (গ) ৭. (ক) ৮. (ঘ) ৯. (গ) ১০. (খ) ১১. (গ) ১২. (গ) ১৩. (খ) ১৪. (ক) ১৫. (খ) ১৬. (গ) ১৭. (গ) ১৮. (ঘ) ১৯. (খ) ২০. (ঘ) ২১. (খ) ২২. (খ) ২৩. (ক) ২৪. (ক) ২৫. (গ) ২৬. (ঘ) ২৭. (গ) ২৮. (ক) ২৯. (গ) ৩০. (ঘ) ৩১. (ঘ) ৩২. (গ) ৩৩. (খ) ৩৪. (গ) ৩৫. (গ) ৩৬. (গ) ৩৭. (খ) ৩৮. (ঘ) ৩৯. (ঘ) ৪০. (খ) ৪১. (ঘ) ৪২. (খ) ৪৩. (ক) ৪৪. (খ) ৪৫. (খ) ৪৬. (ক) ৪৭. (গ) ৪৮. (ঘ) ৪৯. (খ) ৫০. (খ)
×