ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেসির মোমের মূর্তি

প্রকাশিত: ০৬:৪৭, ২১ মে ২০১৫

মেসির মোমের মূর্তি

স্পোর্টস রিপোর্টার ॥ নিউইয়র্কের বিখ্যাত মাদাম তুসো জাদুঘরে জায়গা পেয়েছে বার্সিলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির মোমের মূর্তি। সর্বশেষ কোন তারকা খেলোয়াড় হিসেবে এ জাদুঘরে স্থান পেল মেসির মূর্তি। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের একটি ম্যাচে মেসির বল নিয়ন্ত্রণ করার দৃশ্য নিয়ে মূর্তিটি বানানো হয়েছে। মূর্তিটিতে দেখা যাচ্ছে, বল নিয়ে দৌড়াচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। শিল্পী এখানে বার্সিলোনা তারকাকে আর্জেন্টিনার জার্সিতে উপস্থাপন করেছেন। মেসির এই মূর্তি গড়তে চার মাস সময় লেগেছে বলে জানা গেছে। মেসির মোমের মূর্তি হল্যান্ডের আমস্টারডাম, চীনের বেজিং, উহান ও জাপানের টোকিওতেও আছে। নিউইয়র্কের মাদাম তুসো জাদুঘরে খেলোয়াড়ের জন্য নির্দিষ্ট একটি স্থান আছে। যা ‘স্পোর্টস জোন’ হিসেবে পরিচিত। এর আগে এই জোনে যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস ও বিখ্যাত বক্সার মোহাম্মদ আলীর মূর্তিও বানানো হয়েছে।
×