ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এসএসসি পরীক্ষার পড়াশোনা

প্রকাশিত: ০৭:৩১, ৯ ডিসেম্বর ২০১৪

এসএসসি পরীক্ষার পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২। ভূমিকম্প পরবর্তী করণীয় সম্পর্কে একটি ডকুমেন্টরী বিটিভিতে প্রচারিত হলে রাতুল, মিতু, শুভ নির্দেশনামূলক প্রস্তুতি নেয়। গত সপ্তাহে স্কুলে এ সম্পর্কে একটি মহড়ার ব্যবস্থা করে। প্রতিবেশীদের ভূমিকম্প সম্পর্কে সচেতন করার উদ্যোগও তারা গ্রহণ করেছে। ক) বিপর্যয় কী? খ) দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলো ব্যাখ্যা কর। গ) দুর্যোগ ব্যবস্থার চিত্রটি এঁকে দেখাও। ঘ) দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ও গণসচেতনতার ভূমিকা উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর। সম্ভাব্য উত্তর : ক) বিপর্যয় হল কোনো এক আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মানব সৃষ্ট ঘটনা যা জীবন, সম্পদ ইত্যাদির ওপর প্রতিকূলভাবে আঘাত হেনে দুর্যোগ সৃষ্টি করতে পারে। খ) দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য তিনটি : র) দুর্যোগের সময় জীবন, সম্পদ এবং পরিবেশের যে ক্ষতি হয়ে থাকে তা এড়ানো বা ক্ষতির পরিমাণ হ্রাস করা। রর) প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত জনগণের মধ্যে অল্প সময়ে সকল প্রকার ত্রাণ ও পুনর্বাসন নিশ্চিত করা এবং ররর) দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার কাজে ভালভাবে সম্পন্ন করা। সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে দুর্যোগপূর্ণ, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ের কার্যক্রমকে বুঝায়। গ) দুর্যোগ ব্যবস্থাপনার চক্র দুর্যোগ সংঘটন ও এর প্রভাব
×