
ছবি: জনকণ্ঠ
পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে ঐক্যের আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক, রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও উত্তরা ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম কফিলউদ্দিন আহমেদ।
শুক্রবার সকালে উত্তরা ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতির পার্কে ঢাকা প্যারাগন রোটারি ক্লাব আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "পরিবেশ রক্ষা ও সামাজিক উন্নয়নে একক প্রচেষ্টা যথেষ্ট নয়। আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। পরিবেশ ও সবুজায়ন আন্দোলনকে জোরদার করতে হলে জনসচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর উত্তরা পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এফ ইসলাম চন্দন, বিমানবন্দর থানা জাসাসের সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান পলাশ, উত্তরা রয়েল ক্লাবের প্রেসিডেন্ট জহির রায়হান, উত্তরা পূর্ব থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন মাস্টার এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক হাসান প্রমুখ।
আয়োজকরা জানান, এ কর্মসূচির উদ্দেশ্য ছিল নগরবাসীর মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই পরিবেশ নিশ্চিত করা।
আবির