ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

‘জুলাই পুনর্জাগরণে’ রাজশাহীতে অনুষ্ঠিত হলো রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৩:৫৮, ২৮ জুলাই ২০২৫; আপডেট: ১৪:০০, ২৮ জুলাই ২০২৫

‘জুলাই পুনর্জাগরণে’ রাজশাহীতে অনুষ্ঠিত হলো রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প

‘জুলাই পুনর্জাগরণে’ রাজশাহীতে অনুষ্ঠিত হলো রক্তদান কর্মসূচি ও ফ্রি মেড

‘জুলাই পুনর্জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্যসেবা এবং মানবিক কার্যক্রমের আওতায় রাজশাহীর পবা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হলো রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প। সোমবার পবা উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে চিকিৎসাসেবা দেন উপজেলা মেডিকেলের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এতে অংশ নেন স্বেচ্ছাসেবী এবং সাধারণ মানুষ।

প্রতিষ্ঠানিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। তিনি বলেন, জুলাই পুনর্জাগরণ শুধু একটি সাংস্কৃতিক কর্মসূচি নয়, এটি আমাদের নৈতিক ও মানবিক চেতনার বহিঃপ্রকাশ। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন, আমরা চাই শুধু একদিন নয়, বছরের বিভিন্ন সময়েও জনগণের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে যাক। এক্ষেত্রে প্রশাসন, চিকিৎসক এবং জনগণের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহা. আসাদুজ্জামান। তিনি বলেন, আজকের এই ক্যাম্পে শুধুমাত্র ওষুধ কিংবা প্রেসক্রিপশন দেওয়া হয়নি, আমরা মানুষের মনে আস্থা ফেরানোর চেষ্টা করেছি। যারা হয়তো আর্থিক সীমাবদ্ধতার কারণে চিকিৎসা নিতে পারেন না, তাদের পাশে দাঁড়ানোই ছিল আমাদের মূল উদ্দেশ্য।

ক্যাম্পে সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা রোগীরা ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহণ করেন। ক্যাম্পে সাধারণ রোগ, শিশু রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং নারীস্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেওয়া হয়।

এদিনের কর্মসূচিতে রক্তদানও করা হয়। এসময় মেডিকেল সেবা প্রদান করেন, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাহাত আহমেদ, সিনিয়র স্টাফ নার্স কামনরুন্নাহার, রাজু আহমেদ, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মমিনুল ইসলাম, আফরিন আখতার, মেডিক্যাল টেকনোলজিস্ট আব্দুল মতিন, অফিস সহায়তা মোখলেছুর রহমান।

 

তাসমিম

×