ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমদ

কুরআনের শাসন কায়েম হলে জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবীদের স্বপ্ন বাস্তবায়ন হবে 

সাখাওয়াত হোসেন, বন্দর, নারায়ণগঞ্জ 

প্রকাশিত: ২১:৫৭, ২৬ জুলাই ২০২৫; আপডেট: ২১:৫৮, ২৬ জুলাই ২০২৫

কুরআনের শাসন কায়েম হলে জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবীদের স্বপ্ন বাস্তবায়ন হবে 

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে যে ইনসাফ ন্যায়বিচার ও সাম্যের বাংলাদেশের স্বপ্ন নিয়ে বিপ্লবীরা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিল সেই সাম্য ইনসাফ ও ন্যায়বিচার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে কুরআনের শাসন বাস্তবায়ন মাধ্যমেই করতে হবে। 

শনিবার (২৬ শে জুলাই) মদনপুর বাস স্টান্ডে বাংলাদেশ জামাতে ইসলামি নারায়ণগঞ্জ বন্দর উপজেলা কর্তৃক জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মঈনুদ্দিন বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে বিপ্লবীরা যে আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিল আজকে আমরা তার থেকে অনেক দূরে অবস্থান করছি। আজকে দেশ চাঁদাবাজি লুণ্ঠন রাহাজানি সহ নানান ধরনের অপকর্ম সয়লাব হয়ে গেছে। বিপ্লবীদের স্বপ্নভঙ্গ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, একটি পরিপূর্ণ সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে হলে কোরআনের সামাজিক বিধি-বিধান আইন বাস্তবায়ন করতে হবে। তাহলে একটি সাম্য ন্যায় বিচার ও ইনসাফের বাংলাদেশ গড়ে উঠবে। 

নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামীর আমির মমিনুল হক সরকারের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য আব্দুল কাইয়ুম, বন্দর উপজেলা জামায়াতের আমীর খোরশেদ আলম সাহেব ফারুকী, সেক্রেটারি আরিফুর রহমান, তরবিয়ত সেক্রেটারি ইছরাইল হোসেন, বায়তুল মাল সম্পাদক জনাব মাওলানা রিজাউল করিম, সমাজকল্যাণ সম্পাদক মোঃ শামসুজ্জোহা, শ্রমিক কল্যাণ সভাপতি মোঃ আহমদুল্লাহ, মদনপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ শাহিন মিয়া, ধামগড় ইউনিয়ন সভাপতি কারী জামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল্লাহ মুহাম্মদ সুমন ।

 

রাজু

×